জুবিন গর্গের রহস্যমৃত্যু, সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং-এর ঘটনায় গ্রেপ্তার সহযোগী, নর্থ ইস্ট ফেস্টিভ্যালের উদ্যোক্তার বাড়িতে তল্লাশি

গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে অসমের জনপ্রিয় গায়ক জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুর ঘটনায় এক সপ্তাহ না পেরোতেই চাঞ্চল্যকর মোড়। অসম সরকারের তদন্তে এই ঘটনার পেছনে ‘ষড়যন্ত্রের’ আঁচ পেয়ে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে। বুধবার শেষকৃত্য সম্পন্ন হওয়ার পরই গ্রেপ্তার করা হলো জুবিনের এক দীর্ঘদিনের সহযোগীকে।

মঙ্গলবার অর্থাৎ ২৩ সেপ্টেম্বর জুবিনের শেষকৃত্য সম্পন্ন হওয়ার একদিনের মধ্যেই তাঁর সহযোগী শেখর জ্যোতি গোস্বামীকে গ্রেপ্তার করা হয়। শেখর জ্যোতি প্রায় এক বছর ধরে জুবিনের সঙ্গে কাজ করছিলেন।

কেন গ্রেপ্তার করা হলো সহযোগী শেখর জ্যোতিকে?
জানা গিয়েছে, শেখর জ্যোতির আমন্ত্রণেই জুবিন জলে নেমেছিলেন। কিন্তু স্কুবা ডাইভিং করতে গিয়ে শারীরিক সমস্যা দেখা দেওয়ায় তিনি আর জল থেকে ফিরতে পারেননি এবং সেখানেই তাঁর মৃত্যু হয়। বৃহস্পতিবার শেখর জ্যোতিকে তাঁর বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়।

তল্লাশি ও পরবর্তী পদক্ষেপ
এসআইটি (SIT) এই ঘটনাটিকে নিছক দুর্ঘটনা হিসেবে দেখছে না, বরং এর পেছনে কোনও ‘গভীর ষড়যন্ত্রের’ আঁচ পেয়েছে। সেই কারণে, শেখর জ্যোতিকে গ্রেপ্তারের পাশাপাশি:

তল্লাশি: ইতিমধ্যেই নর্থ ইস্ট ফেস্টিভ্যালের উদ্যোক্তা শ্যামকানু মোহন্ত এবং জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে।

গ্রেপ্তারের সম্ভাবনা: সূত্রের খবর অনুযায়ী, খুব শীঘ্রই এই দুজনকেও গ্রেপ্তার করতে পারে এসআইটি। এছাড়াও, সিঙ্গাপুর আসাম অ্যাসোসিয়েশনের বেশ কয়েকজন সদস্যকেও সিআইডি হেফাজতে নেওয়া হবে আগামী দিনে।

এই চুলচেরা তদন্তের মাধ্যমে কোনও অস্বাভাবিক বিষয় উঠে এলেই সরকার সঠিক পদক্ষেপ নেবে।

সংক্ষিপ্ত তথ্য
প্রসঙ্গত, ২০ এবং ২১ সেপ্টেম্বর সিঙ্গাপুরের নর্থ ইস্ট ফেস্টিভ্যালে জুবিনের পারফর্ম করার কথা ছিল। কিন্তু ঠিক আগের দিনই স্কুবা ডাইভিং করতে গিয়ে তিনি চিরকালের জন্য না ফেরার দেশে চলে যান। মঙ্গলবার গুয়াহাটির সোনাপুরের কামারকুচি গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় জুবিনের শেষকৃত্য সম্পন্ন হয়। এই জনস্রোত দেখে জুবিনের নাম লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত করা হয়।