পুজোর মুখে শিশুদের ওপর আরএস ভাইরাসের ভয়ঙ্কর আক্রমণ! ভিড় এড়ানোর চরম সতর্কতা

রেসপিরেটরি সিনশিটিয়াল ভাইরাস বা আরএস (RS) ভাইরাস-এর ভয়ঙ্কর দাপটে আতঙ্ক ছড়াচ্ছে শহরজুড়ে। মূলত শিশুদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়া এই ভাইরাসের সংক্রমণে গত এক মাসে পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথেই ৪১ জন শিশু আক্রান্ত হয়েছে। শহরের বাকি সরকারি হাসপাতালগুলির ছবিও একইরকম উদ্বেগজনক।
জ্বর, কাশি ও তীব্র শ্বাসকষ্ট-এর মতো উপসর্গ নিয়ে প্রতিদিন সরকারি হাসপাতালগুলিতে ভিড় করছে অসংখ্য শিশু। চিকিৎসকরা জানিয়েছেন, আবহাওয়ার হঠাৎ পরিবর্তন, অর্থাৎ কাঠফাটা রোদ এবং তারপরই বৃষ্টির ফলে তাপমাত্রার তারতম্যেই এই ভাইরাস মাথাচাড়া দিচ্ছে। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় সহজেই তাদের ফুসফুসে আক্রমণ করছে আরএসভি (RSV)।
কী বলছে হাসপাতালের রিপোর্ট?
নীলরতন সরকার মেডিক্যাল কলেজ, কলকাতা মেডিক্যাল কলেজ, এসএসকেএম এবং ন্যাশনাল মেডিক্যাল কলেজের মতো বড় হাসপাতালগুলিতেও জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে ৪০ থেকে ৩০ জন শিশু ভর্তি রয়েছে।
অনেক শিশুর শ্বাসকষ্ট এতটাই প্রবল হচ্ছে যে তাদের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট বা পিকু-তে (PICU) রাখতে হচ্ছে, যার ফলে সীমিত বেডের ওপর চাপ বাড়ছে।
কলকাতা মেডিক্যাল কলেজের শিশুরোগ বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডা. দিব্যেন্দু রায়চৌধুরি-র মতে, এই সময়ে আরএসভি ভাইরাস অনেক শিশুর মধ্যেই দেখা যায়। তবে এক বছরের কম বয়সী বা কোমর্বিডিটি থাকা শিশুদের ক্ষেত্রে এটি বেশ মারাত্মক আকার নিতে পারে।
চিকিৎসকদের জরুরি পরামর্শ: ভিড় থেকে দূরে থাকুন
সামনেই উৎসবের মরসুম। এই পরিস্থিতিতে চিকিৎসকরা শিশুদের নিয়ে অভিভাবকদের জন্য জরুরি সতর্কতা জারি করেছেন। তাঁরা জানাচ্ছেন:
১. ভিড় এড়িয়ে চলুন: পুজো বা অন্য কোনো সময় শিশুদের ভিড়ে না নিয়ে যাওয়াটাই শ্রেয়।
২. সতর্ক থাকুন: যদি কোনও শিশুর জ্বর, সর্দি-কাশির মতো উপসর্গ থাকে, তবে তাকে বাড়িতেই রাখুন এবং ভিড়ের মধ্যে নিয়ে যাওয়া থেকে বিরত থাকুন।
৩. হাসপাতালে ভর্তি: জ্বর-সর্দি-কাশি যদি অনেকটা সময় ধরে টানা চলতে থাকে এবং শ্বাসকষ্ট বাড়তে শুরু করে, তবে দ্রুত শিশুকে হাসপাতালে ভর্তি করতে হবে।
যদিও এই ভাইরাস আগেও ছিল এবং এর মোকাবিলা সম্ভব, তবুও গত দু’সপ্তাহে যেভাবে আক্রান্তের সংখ্যা বেড়েছে, তাতে চিকিৎসকরা সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছেন। অভিভাবকদের অবিলম্বে সতর্ক হওয়া উচিত, নয়তো পুজোর মুখে শিশুদের জন্য বড় বিপদ অপেক্ষা করছে।