হাইকোর্ট চত্বরে ‘চোর চোর’ স্লোগান! হাই সিকিউরিটি জোনে কেন বিক্ষোভ SBI-এর নিরাপত্তা রক্ষীদের?

কলকাতা হাইকোর্ট চত্বরে ঘটল এক বেনজির কাণ্ড। হাইকোর্টের হাই সিকিউরিটি জোনে প্রকাশ্যে ‘চোর চোর’ স্লোগান দিলেন এসবিআই (SBI)-এর বেসরকারি নিরাপত্তা রক্ষীরা। এর ফলে কার্যত বন্ধ হয়ে গিয়েছিল বিচারপতিদের যাতায়াতের পথ।

সূত্রের খবর, বেসরকারি সংস্থার ওই রক্ষীদের বেতন মাসের ১০ তারিখে পাওয়ার কথা। কিন্তু দুর্গাপূজা চলে এলেও তাঁদের বোনাস এবং বেতন এখনও মেটানো হয়নি। আর সেই কারণেই নিজেদের ইউনিয়ন লিডারকে নাগালের মধ্যে পেয়েই বিক্ষোভ দেখাতে শুরু করেন ওই রক্ষীরা।

তাঁদের তরফ থেকে স্পষ্ট অভিযোগ করা হয়, ইউনিয়ন লিডারের কারসাজিতেই পুরো বেতন ও বোনাস আটকে রয়েছে। বিক্ষোভ বাড়তে বাড়তে স্ট্র্যান্ড রোডে চলে যায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং কোনও মতে ইউনিয়ন লিডারকে উদ্ধার করে সেখান থেকে বের করতে সক্ষম হয়। পুজোর মুখে বেতন না পাওয়ায় হাইকোর্ট চত্বরে এই ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে।