লাদাখে কি বড় বিপর্যয়? কেন জ্বলছে BJP পার্টি অফিস? শান্তি ফেরাতে কী বললেন প্রাক্তন পুলিশ প্রধান? ‘ক্লিক’ করে জানুন আসল কারণ!

পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফসিলে (Sixth Schedule) অন্তর্ভুক্তির দাবিতে তীব্র আন্দোলনে কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠেছে লাদাখ। বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সেখানে ব্যাপক হিংসা ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে খবর, আন্দোলনকারীরা উন্মত্ত হয়ে একটি CRPF (কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী)-এর গাড়িতে আগুন ধরিয়ে দেয়। শুধু তাই নয়, স্থানীয় বিজেপি (BJP)-এর পার্টি অফিসেও অগ্নিসংযোগ করা হয়েছে, যার ফলে সেটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

শিক্ষাবিদ তথা পরিবেশকর্মী সোনম ওয়াংচুক-এর ডাকে সাড়া দিয়ে লাদাখের ছাত্র সমাজ এই বিক্ষোভে পথে নামে। বিক্ষোভকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এই ছাত্র-পুলিশ সংঘর্ষে একাধিক আন্দোলনকারী ও পুলিশ কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর খবর, এই ভয়াবহ হিংসার ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

লাদাখের এই সংঘাতপূর্ণ পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন জম্মু ও কাশ্মীর-এর প্রাক্তন DGP এস.পি. বৈদ। তিনি এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “এই অশান্ত পরিস্থিতি থেকে মুক্তি পেতে অবিলম্বে একটি স্বচ্ছ তদন্ত শুরু করা এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। লাদাখে দ্রুত শান্তি ফেরাতে প্রশাসনিক পদক্ষেপ আবশ্যক।” সব মিলিয়ে, হিমালয়ের শান্ত উপত্যকায় এই রক্তক্ষয়ী সংঘাত জাতীয় স্তরে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।