পুজোর আগেই ফের দুর্যোগের ভ্রুকুটি! কলকাতা-সহ কোন কোন জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা?

পুজোর মুখে বৃষ্টির ভয়ঙ্কর রূপ। সোমবার রাতের একটানা বৃষ্টিতে নাজেহাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার সাধারণ মানুষ। এই বৃষ্টিতে প্রাণ হারিয়েছেন ১১ জন, শূন্য হয়েছে অনেক পরিবারের ঘর। এর মধ্যেই ফের দুর্যোগের চোখ রাঙানি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পঞ্চমী অর্থাৎ শনিবার কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে তারা। তাই এবারের পুজোয় বৃষ্টির অসুর কি দফারফা করে দেবে, এখন এই আশঙ্কায় দিন কাটছে সবার।

পুজোয় বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন,

  • বুধবার: পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে।
  • বৃহস্পতি ও শুক্রবার: দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে।
  • শনিবার: বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দিন কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।

এই বৃষ্টির পূর্বাভাস সত্ত্বেও পুজোপ্রেমীরা হতাশ নন। জলমগ্ন রাস্তা পেরিয়েও মঙ্গলের সন্ধেয় মণ্ডপে মণ্ডপে ভিড় দেখা গেছে। কারণ একটাই – পুজো তো আর বছরে বার বার আসে না!

অতীতের ভয়ঙ্কর স্মৃতি

সোমবার রাতে কলকাতায় ২৫১.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা অতীতের কিছু ভয়ঙ্কর বৃষ্টির স্মৃতি ফিরিয়ে এনেছে।

  • ১৯৭৮ সাল: এই সেপ্টেম্বর মাসেই ২৪ ঘণ্টায় কলকাতায় প্রায় ৩৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছিল, যা ব্যাপক বন্যার কারণ হয়েছিল।
  • ১৯৮৬ সাল: ২৬ সেপ্টেম্বরে ২৪ ঘণ্টায় ২৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছিল।
  • ২০০৭ সাল: ২৫ সেপ্টেম্বর ২৪ ঘণ্টায় ১৭৪.৪ মিলিমিটার বৃষ্টি হয়।

ফলে, এবারের বৃষ্টি অতীতের রেকর্ড ভেঙে দিতে পারে কি না, সেদিকেই নজর রাখছে সবাই।