বিয়ের ৩ মাস পরেও কাছে ঘেঁষতেন না স্বামী, নপুংসক বলে ২ কোটি টাকা দাবি স্ত্রীর

দাম্পত্য জীবনের এক অস্বাভাবিক টানাপোড়েন ও কলহের জেরে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এক স্বামী। বিয়ের পর শারীরিক সম্পর্কে অনীহার কারণে স্ত্রীর কাছে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছেন বেঙ্গালুরুর এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর গোবিন্দরাজনগর থানা এলাকায়।
গত ৫ মে বিয়ে হয়েছিল ওই দম্পতির। বিয়ের পর থেকেই স্বামী তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে আগ্রহ দেখাচ্ছিলেন না বলে অভিযোগ স্ত্রীর। একাধিকবার এ নিয়ে কথা বললেও স্বামী এড়িয়ে যেতেন বলে দাবি তাঁর। এমনকি, শারীরিক মিলনে স্বামীর অনীহা নিয়ে তাঁদের মধ্যে প্রায়শই ঝগড়া হতো। স্ত্রীর অভিযোগ ছিল, তাঁর স্বামী হয়তো নপুংসক।
শারীরিক পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ
স্ত্রীর চাপের মুখে ওই ব্যক্তি চিকিৎসকের কাছে শারীরিক পরীক্ষা করান। চিকিৎসকরা জানান, তিনি শারীরিকভাবে সম্পূর্ণ সক্ষম। তবে মানসিক চাপের কারণে তাঁর মধ্যে এই বিষয়ে অনীহা দেখা যাচ্ছে। চিকিৎসক পরামর্শ দেন, কিছুদিনের মধ্যে তিনি স্বাভাবিক হয়ে যাবেন।
কিন্তু চিকিৎসকের এই রিপোর্ট জানার পরও স্ত্রীর রাগ কমেনি। তিনি ও তাঁর পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে মানসিকভাবে হেনস্তা করা শুরু করেন এবং নানা ধরনের কটূক্তি করেন। এমনকি, স্ত্রী তাঁকে ‘নপুংসক’ বলে অপবাদও দিতে থাকেন।
২ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি
এই পরিস্থিতিতে, স্ত্রী বিবাহিত জীবনের স্বাভাবিক শর্ত হিসেবে শারীরিক চাহিদা পূরণ না হওয়ার জন্য স্বামীর কাছে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে বসেন।
এই ঘটনায় হতাশ হয়ে ওই ৩৫ বছর বয়সী ব্যক্তি তার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গোবিন্দরাজনগর থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।