বন্ধুর বাড়ি গিয়ে কলিং বেলে হাত, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু!

সোমবার রাত থেকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতার জনজীবন। জলমগ্ন রাস্তা এবং বিদ্যুৎহীন অবস্থায় ঘরবন্দি ছিলেন বহু মানুষ। কিন্তু মঙ্গলবার সন্ধ্যায় বিদ্যুৎ ফিরতেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। বন্ধুর বাড়ি গিয়ে কলিং বেলে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন এক যুবক। ঘটনাটি ঘটেছে গড়িয়ার মহামায়াপুর স্কুল রোড এলাকায়।

মৃত যুবকের নাম ইন্দ্রজিৎ বর্মণ (৩৪)। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় তিনি মাছ ধরার পর শক্তিবাদ মাঠ সংলগ্ন এলাকা থেকে এক বন্ধুর সঙ্গে দেখা করতে আসেন। সকাল থেকেই ওই এলাকায় বিদ্যুৎ ছিল না। তবে ইন্দ্রজিৎ আসার কিছুক্ষণ পরেই বিদ্যুৎ সংযোগ ফিরে আসে।

বন্ধুর ফ্ল্যাটের গেট স্পর্শ করতেই আকস্মিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন ইন্দ্রজিৎ। তার বন্ধু ও স্থানীয়রা দ্রুত চিৎকার করে সাহায্য চান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তাকে উদ্ধার করে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এক প্রত্যক্ষদর্শী জানান, “সকাল থেকে কারেন্ট ছিল না। সন্ধ্যাবেলা কারেন্ট আসতেই আমি বাজারে গিয়েছিলাম। হঠাৎ চিৎকার শুনে দেখি একটা ছেলে বলছে, ‘আমার বন্ধু পড়ে গেল।'”

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক ধারণা, জলমগ্ন এলাকায় বিদ্যুৎ লাইনের ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।