‘আমার গলা খারাপ,’ বলে কী গাইলেন মমতা, পুজোয় প্রকাশিত হলো মুখ্যমন্ত্রীর লেখা ও সুরে ১৭টি নতুন গান

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার ঢাকে কাঠি পড়ার দিনে, মহালয়ার শুভক্ষণে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন গানের অ্যালবাম প্রকাশিত হলো। রবিবার তৃণমূল কংগ্রেসের মুখপত্র ‘জাগো বাংলা’-র এক অনুষ্ঠানে এই অ্যালবামের উদ্বোধন করেন তিনি। শুধু তাই নয়, রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনের সঙ্গে গলা মিলিয়ে একটি গানও পরিবেশন করেন মমতা।

উৎসবের প্রসারে সরকারের ভূমিকা

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “ছোটবেলায় পুজো চার দিন ছিল, কিন্তু এখন আমাদের সরকারের উদ্যোগে পুজোর প্রসার ঘটেছে। মহালয়া থেকেই মানুষ রাস্তায় নেমে পড়ে ঠাকুর দেখতে।” তিনি জানান, রাজ্য সরকার বিভিন্ন পুজো ক্লাবকে আর্থিক সহায়তা দিচ্ছে, যা পুজোর আয়োজনকে আরও সহজ করে তুলেছে। তিনি আরও বলেন, “মায়ের কাছে প্রার্থনা অশুভ শক্তির বিনাশ হোক, জয় হোক বাঙালির, জয় হোক বাংলার।” এ প্রসঙ্গে তিনি ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার কথাও উল্লেখ করেন, যা বাংলার দুর্গা পূজাকে বিশ্ব দরবারে তুলে ধরেছে।

শিল্পীদের প্রতি সম্মান ও নতুন গান

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে, এবার পুজো সংক্রান্ত প্রায় সব কিছুই বিনামূল্যে করে দেওয়া হয়েছে। তিনি বলেন, “শুধু ক্লাবগুলোকে আর্থিক সাহায্য নয়, যে সব শিল্পী এসেছেন তারা বাংলার গর্ব। গানের অ্যালবামের প্রতিটি কথা মন দিয়ে শুনুন।”

নিজের গান লেখা ও সুর দেওয়া নিয়ে তিনি বলেন, “আমি শিল্পী নই। আমার গলা খারাপ। আমাকে ইন্দ্রনীল সব প্রোগ্রামে ডিস্টার্ব করে। ওরা রেওয়াজ করে আসে। আমার গলা ফুলেছে।” কিন্তু শ্রোতাদের অনুরোধে তিনি ‘জাগো দুর্গা’ গানটি ইন্দ্রনীল সেনের সঙ্গে গেয়ে শোনান।

এই বছর দুর্গাপূজা উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা মোট ১৭টি গান প্রকাশিত হয়েছে। এই গানগুলোর বিষয়বস্তু মূলত বাংলা ভাষা ও বাঙালি অস্মিতা। অ্যালবামে ইন্দ্রনীল সেন ছাড়াও নচিকেতা, রাঘব, শ্রীরাধা এবং তৃষার মতো শিল্পীরা কণ্ঠ দিয়েছেন। এ বছর মুখ্যমন্ত্রী ৩ হাজারের বেশি পুজোর উদ্বোধন করবেন বলে জানা গেছে।