“শুভেন্দু অধিকারী যেভাবে লড়াই করছেন…!”-রাজ্য কমিটি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিককে কড়া জবাব শমীকের

সামনেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে ময়দানে নেমেছেন, তা নিয়ে বিজেপির অন্দরে ও বাইরে বিস্তর আলোচনা চলছে। শুভেন্দুর লড়াইয়ের প্রশংসা করছেন অনেকেই, কিন্তু প্রশ্ন উঠছে বিজেপির সাংগঠনিক শক্তি নিয়ে। সাংবাদিকরা বিজেপির নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের কাছে রাজ্য কমিটি গঠন নিয়ে জানতে চাইলে তিনি এক কড়া জবাব দেন। তিনি বলেন, ‘আরে আমাদের পার্টি তো ব্যান্ড পার্টি নয়। পলিটিক্যাল পার্টি। রাজনৈতিক দল, হরিনাম সংকীর্তনের দল নয়। পার্টি রাস্তায় আছে। পার্টি পার্টির মতো কাজ করছে। বিরোধী দলনেতাকে দেখছেন।’
এই মন্তব্যের মাধ্যমে শমীক ভট্টাচার্য বুঝিয়ে দিয়েছেন যে রাজ্য কমিটি গঠন নিয়ে বাইরে যে জল্পনা চলছে, তা ভিত্তিহীন। তিনি আরও বলেছেন যে, বিজেপির নিজস্ব পদ্ধতি অনুযায়ী কমিটি গঠন করা হয় এবং এটি তাদের অভ্যন্তরীণ বিষয়। বিজেপির কর্মী-সমর্থকদের মতে, শুভেন্দু অধিকারীর একক লড়াই দলের জন্য অনুপ্রেরণামূলক। কিন্তু, শমীক ভট্টাচার্যের এই মন্তব্যে এটা স্পষ্ট যে, দল রাস্তায় নেমে লড়াই করছে এবং শুধুমাত্র বৈঠকের মধ্যে সীমাবদ্ধ নেই।
রাজ্য কমিটি গঠন নিয়ে নেতাদের মধ্যে মতানৈক্য রয়েছে বলে যে খবর রটেছে, তা বিজেপি অস্বীকার করেছে। দল জানিয়েছে, কমিটি গঠনের প্রক্রিয়া চলছে এবং সময়মতোই তা ঘোষণা করা হবে। এই মন্তব্যের মাধ্যমে শমীক ভট্টাচার্য একদিকে যেমন শুভেন্দু অধিকারীর কাজকে স্বীকৃতি দিলেন, তেমনি বিজেপির সংগঠন দুর্বল বলে যে অভিযোগ উঠেছে, তা খণ্ডন করার চেষ্টা করলেন।