তৃণমূলের জেলা চেয়ারম্যানের পদত্যাগ, কেন এমন সিদ্ধান্ত নিলেন সমীর পাঁজা?

হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা। ব্লক কমিটি ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই তিনি এই সিদ্ধান্ত নেন, যা রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। জানা গিয়েছে, তিনি তাঁর পদত্যাগপত্র দলের সর্বভারতীয় সভাপতি সুব্রত বক্সীর কাছে পাঠিয়েছেন। ভোটের আগে এমন পদত্যাগের ঘটনা নিয়ে শুরু হয়েছে জোর চাপানউতোর।
পদত্যাগের কারণ সম্পর্কে বিধায়ক সমীর পাঁজা বলেন, তিনি দলের কাছে আমতা-উলুবেড়িয়া, উত্তর এবং সাঁকরাইল কেন্দ্রের সভাপতি পদে পরিবর্তনের প্রস্তাব দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন বর্তমান সভাপতিদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুনদের সুযোগ দেওয়া হোক। এ বিষয়ে দলীয় নেতৃত্ব তার সঙ্গে বৈঠক করার আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু সেই বৈঠক আর হয়নি। তিনি আরও জানান যে, এই বিষয়ে কথা বলার জন্য তিনি একাধিকবার সুব্রত বক্সীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও ফোনে তাঁকে পাননি। আর বৈঠকের আগেই আজ দলের তরফে জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
সমীর পাঁজা বলেন, যে তিনটি কেন্দ্রের সভাপতি পরিবর্তনের কথা তিনি বলেছিলেন, সেই কেন্দ্রগুলিতে কোনো পরিবর্তন করা হয়নি। আর এই সিদ্ধান্তের প্রতিবাদে তিনি জেলা কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন। তাঁর এই আকস্মিক পদত্যাগ আসন্ন ভোটের আগে তৃণমূলের জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।