ফার্মহাউসে তৃণমূল নেতাকে এভাবে দেখতে হবে? মানতেই পারছেন না দলের কর্মীরা

দুর্গাপুরে তৃণমূলের প্রাক্তন জেলা সহ-সভাপতি নিখিল নায়েকের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সন্ধ্যায় কমলপুরের দাসের বাঁধ এলাকায় নিজের বাগানবাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। তৃণমূল কর্মীদের একাংশের দাবি, নিখিল নায়েককে খুন করা হয়েছে এবং এটি কোনো আত্মহত্যা নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৬৫ বছর বয়সী নিখিল নায়েক মহালয়ার আগের রাতে নিজের বাগানবাড়িতে ছিলেন। দুপুরে তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে সেখানে খাওয়াদাওয়া করেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সন্ধ্যায়, বাগানবাড়ির একতলা ছাদে ওঠার সিঁড়ির নিচে তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা পৌঁছলে তৃণমূল কর্মী ও অনুগামীরা দেহ উদ্ধারে বাধা দেন। তাদের দাবি ছিল, প্রথমে মৃত্যুর কারণের সঠিক তদন্ত করা হোক, তারপরই দেহ সরানো হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়।
পরে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার ঘটনাস্থলে পৌঁছন। তার উপস্থিতিতেই পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা জানিয়েছেন, সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশ এই ঘটনাকে কেন্দ্র করে ষড়যন্ত্রের আশঙ্কা করছেন। তবে পুলিশ ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে।