Weather: পুজো শুরুর আগেই দুর্যোগের পূর্বাভাস, আজ থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস!

পুজো শুরুর আগে মহালয়ার দিনেই ফের দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর আন্দামান সাগর এবং মায়ানমার উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তটি আগামী সোমবার উত্তর বঙ্গোপসাগরে এসে পৌঁছবে। ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার নাগাদ উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এর জেরে দক্ষিণবঙ্গে আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার ও বুধবার বাঁকুড়াতেও ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মহালয়ার দিন অর্থাৎ আজ রবিবার সকালের দিকে আবহাওয়া আংশিক মেঘলা থাকবে, তবে বেলা বাড়লেই বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কলকাতাতেও দুপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও দার্জিলিংয়ে শুক্রবার ফের ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে, নিম্নচাপের প্রভাবে পুজোর মুখে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে।