‘সুরে থেকো, তুমি আমাদের হৃদয়ে থাকবে’, জুবিন গর্গের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

জনপ্রিয় অসমিয়া গায়ক জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে গোটা দেশের সঙ্গীতপ্রেমীরা শোকাহত। শুক্রবার সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মাত্র ৫২ বছর বয়সে তার জীবনাবসান হয়। জুবিনের এই অকাল প্রয়াণে শোকপ্রকাশ করেছেন দেশের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বরা।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুবিনকে স্মরণ করে নিজের এক্স হ্যান্ডেলে একটি আবেগঘন বার্তা পোস্ট করেছেন। তিনি লেখেন, “সুরে থেকো। তুমি আমাদের হৃদয়ে থাকবে। তোমার গান অমর হয়ে থাকবে। গান আমাদের লড়তে শেখায়, বিশ্বাস রাখতে শেখায়। তোমার সুরের ধারা প্রবহমান থাকুক।”

প্রধানমন্ত্রীর দফতর থেকেও শোকবার্তা প্রকাশ করা হয়েছে। নরেন্দ্র মোদী অসমিয়া ভাষায় নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, “জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত হয়ে গিয়েছি। সঙ্গীত ক্ষেত্রে আপনার অবিস্মরণীয় অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আপনার গান সকলের কাছে অতি প্রিয়। আপনার পরিবার ও অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ওম শান্তি!”

এছাড়া, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও জুবিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।