পুজোর অনুদান পেতে মণ্ডপে লাগবে মুখ্যমন্ত্রীর ছবি! হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের, পাল্টা আক্রমণ শুভেন্দুর

পুজোর অনুদান বিতরণ ঘিরে ফের বিতর্ক শুরু হয়েছে। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে একটি অনুষ্ঠানে তৃণমূল বিধায়ক সুকুমার দে কয়েকটি পুজো কমিটিকে কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেন, সরকারি অনুদান পাওয়ার পরেও অনেক ক্লাবের মণ্ডপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো হয় না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কোনো মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি না থাকে, তাহলে পরের বছর সেই ক্লাবের অনুদান বন্ধ করে দেওয়া হবে। বিধায়কের এই মন্তব্যের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
নন্দকুমারের বিধায়কের মন্তব্যের পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, “মুখ্যমন্ত্রী দুর্গাপুজোয় ক্লাবগুলির সরকারি অনুদান দিচ্ছেন। এই টাকা রাজ্যের জনগণের করের টাকা। কিন্তু নন্দকুমারের বিধায়ক যেভাবে ধমকাচ্ছেন, তাতে মনে হচ্ছে অনুদানের টাকা যেন ওঁদের পৈতৃক সম্পত্তি।” শুভেন্দু আরও অভিযোগ করে বলেন, সরকার ঋণ করে এই অনুদান দিচ্ছে, যা জনগণের টাকা। তিনি চ্যালেঞ্জ করে বলেন, আগামী বিধানসভা নির্বাচনে নন্দকুমারে তৃণমূল বিধায়ককে বিজেপি ২৫ হাজার ভোটে হারাবে।
এদিকে, এই বিতর্ক প্রসঙ্গে বিধায়ক সুকুমার দে বলেন, “মুখ্যমন্ত্রী যখন অনুদান দেন, তখন অনেকেই আদালতের মাধ্যমে বাধা দেওয়ার চেষ্টা করেন। এরপরেও মুখ্যমন্ত্রী অনুদান দিচ্ছেন। কিন্তু কিছু ক্লাব মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানায় না বা সরকারি প্রকল্পের সুবিধাগুলি তুলে ধরে না। কেন্দ্রের কোনো প্রকল্প হলে প্রধানমন্ত্রীর ছবি থাকে, অন্য রাজ্যে তাদের মুখ্যমন্ত্রীর ছবি থাকে; তাহলে আমাদের রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রীর ছবি কেন থাকবে না? এটাই আমি বলতে চেয়েছিলাম।”