কুড়মি সমাজের রেল রোকো অভিযান, বাতিল হয়েগেলো একগুচ্ছ ট্রেন, দেখুন তালিকা

আদিবাসী কুড়মি সমাজের রেল রোকো অভিযানের কারণে শনিবার দক্ষিণ পূর্ব এবং পূর্ব রেলের পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সকাল থেকেই খড়গপুর এবং সংলগ্ন স্টেশনগুলোতে বিক্ষোভ শুরু করে কুড়মি সম্প্রদায়ের প্রতিনিধিরা। খড়গপুর ডিভিশনের ওড়িশার ভঞ্জপুর এবং চক্রধরপুর ডিভিশনের সিনি-বীরবান স্টেশনে রেল অবরোধের ফলে একাধিক ট্রেন বাতিল ও রুট পরিবর্তন করা হয়েছে, যার কারণে হাজার হাজার যাত্রী ভোগান্তির শিকার হয়েছেন।
অবরোধের কারণে কিছু ট্রেন সম্পূর্ণ বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে হাতিয়া-বর্ধমান লোকাল এবং টাটানগর-গুয়া লোকাল। পাশাপাশি, বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য, হাওড়া-রাঁচি শতাব্দী এক্সপ্রেস এবং হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেস। এছাড়াও, রাঁচি-বারাণসী বন্দে ভারত এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ে। কিছু ট্রেনের রুট ছোট করে দেওয়া হয়েছে, যেমন রাঁচি-দুমকা এক্সপ্রেস।
কুড়মি সমাজের মূল দাবি হলো তাদের জাতিসত্তা পুনর্বহাল করা। তাদের এই আন্দোলনের কারণে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পার্শ্ববর্তী ঝাড়খণ্ড ও ওড়িশাতেও রেল ও সড়ক অবরোধের কর্মসূচি নেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্ট এই অবরোধকে সম্পূর্ণ বেআইনি এবং অসাংবিধানিক বলে ঘোষণা করেছে। রাজ্য পুলিশ এবং আরপিএফ এই অবরোধ মোকাবিলায় প্রস্তুত থাকলেও, আন্দোলনকারীদের কারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে।