নারকেল বিক্রি করে বাড়ি ফেরা হলো না! ট্রাকের ধাক্কায় দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, উত্তাল দক্ষিণ দিনাজপুর

নারকেল বিক্রি করে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার গোচিহার এলাকার ৫১২ নম্বর জাতীয় সড়কে। ঘটনার পর থেকেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

নিহত দুই ভাইয়ের নাম মৃণাল মিঞা (২৫) এবং মহাসিন মিঞা (২৮)। তাদের বাড়ি গঙ্গারামপুর থানার গোচিহার এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, সারাদিন ডাব বিক্রি করে রাতে তারা একসঙ্গে বাড়ি ফিরছিলেন। প্রাথমিক অনুমান, ৫১২ নম্বর জাতীয় সড়কে একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে তাদের ধাক্কা মেরে পালিয়ে যায়।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে রাস্তার ওপর পড়ে থাকতে দেখা যায়। বেশ কিছুক্ষণ পর পথচলতি মানুষ তাদের দেখতে পেয়ে গঙ্গারামপুর থানায় খবর দেন। এরপর দ্রুত তাদের উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা দু’জনকেই মৃত ঘোষণা করেন। এই ঘটনার জেরে নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরাও এই ঘটনায় শোকস্তব্ধ। স্থানীয়রা ঘাতক গাড়ির চালকের উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।