ইরানের ‘চাবাহার’ বন্দর নিয়ে ট্রাম্পের নতুন চাল, ভারতকে চাপে ফেলার চেষ্টা?

ইরানের চাবাহার বন্দরে মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় প্রত্যাহার করে নিয়েছে ট্রাম্প সরকার। ২০১৮ সালে এই নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এখন হঠাৎ এই সিদ্ধান্ত ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই বন্দরের মাধ্যমে পাকিস্তান এড়িয়ে ভারত, আফগানিস্তান এবং মধ্য এশিয়ার সঙ্গে বাণিজ্য করে। একইসঙ্গে, চাবাহার বন্দর ভারত থেকে রাশিয়া এবং ইউরোপের মধ্যে একটি গুরুত্বপূর্ণ করিডর হিসেবে কাজ করে।

১৬ সেপ্টেম্বর আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায়, ইরানকে একঘরে করার লক্ষ্যে ‘সর্বোচ্চ চাপ’ সৃষ্টির সিদ্ধান্তের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। এখন থেকে যারা চাবাহার বন্দর নিয়ন্ত্রণ করবে বা সেখানে কাজ করবে, তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা চাপানো হবে। এই সিদ্ধান্ত এমন এক সময়ে এল, যখন ভারত সম্প্রতি ১০ বছরের জন্য চাবাহার বন্দরের পরিচালনার চুক্তি স্বাক্ষর করেছে।

এই চুক্তির অধীনে, ইন্ডিয়ান পোর্টস গ্লোবাল লিমিটেড প্রায় ১২০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে এবং ২৫০ মিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ট্রাম্প সরকারের এই সিদ্ধান্তে ভারতের সেইসব কোম্পানিগুলো এখন সমস্যায় পড়তে পারে, যারা চাবাহার বন্দরে বিনিয়োগ করেছে। উল্লেখ্য, চীনের আধিপত্য রুখতে এই বন্দর ভারতের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাবাহার থেকে মাত্র ১৪০ কিলোমিটার দূরেই পাকিস্তানের গ্বাদার বন্দর রয়েছে, যা চীনের নিয়ন্ত্রণে।