ফের ৭.৮ মাত্রার ভূমিকম্প রাশিয়ায়, বাড়ছে সুনামি আছড়ে পড়ার আশংকা

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার পূর্ব উপকূলবর্তী অঞ্চল কামচাটকা। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.৮। স্থানীয় সময় মধ্যরাতে এই ভূমিকম্প অনুভূত হয়। ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। এর পরই রাশিয়া সহ পার্শ্ববর্তী আলাস্কা এবং হাওয়াইয়ের উপকূলে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।
ভূমিকম্পের পরপরই একাধিক আফটারশক অনুভূত হয়, যার মধ্যে সবচেয়ে জোরালোটি ছিল ৫.৮ মাত্রার। এরপর মার্কিন ন্যাশনাল ওয়েদার সার্ভিস রাশিয়া, আলাস্কা, হাওয়াই এবং জাপানের উপকূলবর্তী অঞ্চলের জন্য সুনামি সতর্কতা জারি করে। রাশিয়ার মন্ত্রী ভ্লাদিমির সোলোদভ টেলিগ্রাম বার্তায় জানিয়েছেন, এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি, তবে নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং জরুরি পরিষেবাগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।
উল্লেখ্য, এই নিয়ে চলতি মাসে দ্বিতীয়বার এবং এই বছর তৃতীয়বার কামচাটকা অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হলো। এর আগে গত সপ্তাহেও সেখানে একটি ভূমিকম্প হয়েছিল। চলতি বছরের ২৯ জুলাই কামচাটকা উপকূলে রিখটার স্কেলে ৮.৮ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল, যার ফলে প্রশান্ত মহাসাগরের উপকূল জুড়ে সুনামির সতর্কতা জারি করা হয়েছিল। এই ঘন ঘন ভূমিকম্পের কারণে অঞ্চলটিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে।