‘আমি কখনও এটা ভাবিনি”- স্কুলে শিক্ষককে মারধর তৃণমূল নেতার, ২৪ ঘণ্টার মধ্যেই জামিন!

দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের একটি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে পড়ুয়াদের সামনেই মারধর করার অভিযোগ উঠল স্কুলেরই পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা ত্রিদিব বারুইয়ের বিরুদ্ধে। ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে আসার পর দেখা যায়, করিডোরের মধ্যে প্রায় ৬০ বছর বয়সী শিক্ষককে হেনস্তা করা হচ্ছে। এমনকি তাঁকে ধাক্কা দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করলেও, ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই তিনি জামিন পেয়ে যান, কারণ তার বিরুদ্ধে আনা হয়েছিল জামিনযোগ্য ধারা।
এই ঘটনায় স্বভাবতই আতঙ্কিত ও হতাশ হয়েছেন আক্রান্ত শিক্ষক মিলনকান্তি পাল। একটি সংবাদ অনুষ্ঠানে এসে তিনি বলেন, “আমি কখনও এটা ভাবিনি। নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো মুহূর্তে পুনরায় এই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে।” তিনি জানান, এই সভাপতির সঙ্গে স্কুল পরিচালনা করা অসম্ভব। তিনি এই বিষয়ে শিক্ষা দফতরকে জানাবেন। তিনি অভিযোগ করেন, এর আগেও ত্রিদিব বারুই নানাভাবে দুর্ব্যবহার করেছেন এবং তার প্রমাণ হিসেবে অডিও ও ভিডিও রেকর্ডিং তার কাছে রয়েছে। এর আগে একবার নিয়ম দেখাতে গেলে তিনি ম্যানুয়াল ছুড়ে ফেলে দিয়ে মারতে তেড়ে এসেছিলেন বলেও জানান ওই শিক্ষক।
আক্রান্ত শিক্ষক আরও জানান, স্কুলের একটি শিক্ষামূলক ভ্রমণ (educational tour) নিয়েই মূলত এই সমস্যার শুরু। সমস্ত নিয়ম মেনে এই ভ্রমণের পরিকল্পনা করা হলেও, ত্রিদিব বারুই বারবার তাতে বাধা দিচ্ছিলেন। এই ঘটনায় মানসিকভাবে আহত হলেও, শিক্ষক মিলনকান্তি পাল দৃঢ়তার সঙ্গে বলেন, ছাত্রছাত্রীরা তাঁকে শ্রদ্ধা করে এবং তারা বুঝবে যে তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি। এই ঘটনার ফলে আপাতদৃষ্টিতে তাঁর সম্মানহানি হয়েছে মনে হলেও, ভবিষ্যতে শিক্ষার্থীরা এর গভীরতা উপলব্ধি করতে পারবে বলে তিনি বিশ্বাস করেন।