বিপাকে নেপাল, পাশে থাকার বার্তা মোদীর! নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপে যা জানা গেল…

নেপালের অন্তর্বর্তী সরকারের নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কারকির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিবেশী দেশে সাম্প্রতিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তিনি। এই বিষয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করে মোদী জানিয়েছেন, এই কঠিন সময়ে নেপালের পাশে ভারত অবিচলভাবে সমর্থন দিয়ে যাবে। একই সঙ্গে নেপালের জাতীয় দিবসেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী মোদী তার পোস্টে লিখেছেন, “নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কারকির সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। সম্প্রতি নেপালে যে প্রাণহানি ঘটেছে, তার জন্য আমি তার প্রতি সমবেদনা প্রকাশ করেছি। একই সঙ্গে সেই দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য ভারত যে সবসময় তার পাশে আছে, সেকথাও জানিয়েছি। আগামীকাল নেপালের জাতীয় দিবস, সেই উপলক্ষে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী এবং সেদেশের জনগণকে শুভেচ্ছা জানাই।”
এর আগে নেপালের ইতিহাসে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হওয়ায় সুশীলা কারকির ভূয়সী প্রশংসা করেছিলেন মোদী। তিনি এই ঘটনাকে ‘নারী উন্নয়নের এক উজ্জ্বল উদাহরণ’ হিসেবে বর্ণনা করেন।
প্রধানমন্ত্রী হওয়ার আগেই সুশীলা কারকি নিউজ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে মোদী সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, “আমি মোদীজিকে নমস্কার করতে চাই। আমার কাছে মোদীজির একটা ভালো ভাবমূর্তি আছে।” ভারত-নেপাল সম্পর্কের বিষয়ে তিনি বলেন, “ভারত সবসময় নেপালকে সাহায্য করেছে। আমরা অত্যন্ত ঘনিষ্ঠ।” তিনি আরও উল্লেখ করেন যে, সরকারের সঙ্গে সরকারের সম্পর্ক ভিন্ন হলেও দুই দেশের সাধারণ মানুষের সম্পর্ক অত্যন্ত ভালো। তাদের মধ্যে অনেক আত্মীয়তা ও ভালোবাসা রয়েছে।