স্ত্রীকে ব্রিজ থেকে ফেলে দিল স্বামী, পথচারীদের হাতে বেধড়ক মার খেল অভিযুক্ত

উত্তর প্রদেশের আগ্রায় ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। এক ব্যক্তি তার স্ত্রীকে ব্রিজের ওপর থেকে নিচে ফেলে দিয়েছে। এই ঘটনাটি শাহগঞ্জ এলাকার ঈদগাহ ব্রিজের ওপর ঘটে। ভাগ্যক্রমে, ব্রিজের যে জায়গা থেকে মহিলা পড়েছিলেন, সেটি মাটি থেকে মাত্র ১৫ ফুট দূরে ছিল। কিন্তু, যদি তিনি ব্রিজের মাঝখান থেকে পড়তেন, তাহলে সরাসরি রেললাইনে গিয়ে পড়তেন এবং তার মৃত্যুও হতে পারত। ঘটনার পর পথচারীরা অভিযুক্ত স্বামীকে ধরে গণপিটুনি দেয়।

জানা গেছে, অভিযুক্ত কুলদীপ লোহামন্ডির এক জুতো কারিগর এবং তার স্ত্রী চঞ্চলের মধ্যে বেশ কিছুদিন ধরে ঝগড়া চলছিল। বুধবার সন্ধ্যায় কুলদীপ তার স্ত্রী চঞ্চলকে নিতে শ্বশুরবাড়ি এসেছিল। ফেরার পথে ঈদগাহ ব্রিজের ওপর তাদের মধ্যে আবার ঝগড়া শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে কুলদীপ তার বাইক থামিয়ে চঞ্চলকে ব্রিজ থেকে নিচে ধাক্কা দেয়।

ঘটনার পর আশেপাশের মানুষ কুলদীপকে ধরে ফেলে এবং তাকে বেদম মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং কুলদীপকে আটক করে। গুরুতর আহত চঞ্চলকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তার অবস্থা আশঙ্কাজনক। চঞ্চলের পরিবারের অভিযোগ, কুলদীপ প্রায়ই তাদের মেয়েকে নির্যাতন করত। পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।