“১০ টাকায় ইলিশ নিয়ে যান!”- মন জিততে এসে জনতারই ক্ষোভের মুখে, জেনেনিন ঘটনা?

বাংলাদেশে ইলিশ মাছের দাম আকাশছোঁয়া, তাই অনেকের পক্ষেই তা কিনে খাওয়া সম্ভব হয় না। এই সুযোগে ফরিদপুরের নির্দল প্রার্থী রায়হান জামিল মাত্র ১০ টাকায় ইলিশ দেওয়ার প্রতিশ্রুতি দেন। তাঁর এই ঘোষণার পর হাজার হাজার মানুষের ভিড় জমে যায়, কিন্তু পর্যাপ্ত ইলিশ মাছ না থাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মাছ বিতরণ করতে ব্যর্থ হওয়ার পর জনতার ক্ষোভের মুখে পড়ে কোনওমতে এলাকা থেকে পালিয়ে বাঁচেন রায়হান।

জানা গিয়েছে, রায়হান তার নির্বাচনী প্রচারের অংশ হিসেবে এই কৌশল অবলম্বন করেছিলেন। তিনি বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়ে ঘোষণা করেন যে, ১৭ সেপ্টেম্বর ফরিদপুরের একটি মাঠে তিনি ১০ টাকা মূল্যে ইলিশ মাছ বিক্রি করবেন। তার এই ঘোষণা শুনে প্রায় হাজারেরও বেশি মানুষ ইলিশ কেনার জন্য লাইন দেন। রায়হান সেখানে ৬০০টি ইলিশ মাছ নিয়ে হাজির হন এবং কিছুক্ষণের মধ্যেই তা শেষ হয়ে যায়।

যখন মাছ ফুরিয়ে যায়, তখন দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষারত জনতা ক্ষোভে ফেটে পড়ে। তারা রায়হানকে ঘিরে ধরে এবং তার গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে আসে এবং কোনওমতে তাকে জনতার হাত থেকে উদ্ধার করে। পুলিশ জানিয়েছে যে রায়হানকে আগেই সতর্ক করা হয়েছিল, কিন্তু তিনি শোনেননি। এই ঘটনার পর রায়হান ক্ষমা চেয়ে বলেছেন যে, তিনি সাধারণ মানুষের ইলিশ খাওয়ার ইচ্ছা পূরণ করতে চেয়েছিলেন, কিন্তু এত ভিড় হবে তা তিনি আন্দাজ করতে পারেননি।