SSKM-এ উডবার্ন ২-এর উদ্বোধন, মাত্র ৫০০০ টাকায় মিলবে কর্পোরেট হাসপাতালের সুবিধা!

কলকাতার এসএসকেএম হাসপাতাল এবার বেসরকারি হাসপাতালকে কড়া টক্কর দিতে প্রস্তুত। রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি নতুন পরিষেবা চালু করেছেন, যার নাম ‘উডবার্ন ২’ বা ‘অনন্য’। মঙ্গলবার এর উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে, সাধারণ মানুষও সাশ্রয়ী মূল্যে কর্পোরেট হাসপাতালের মতো উন্নত পরিষেবা পাবেন। ৬৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ভবনে ১৩১টি কেবিন রয়েছে। শীঘ্রই এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
নতুন উডবার্ন ২-এ বিভিন্ন ধরনের কেবিনের ব্যবস্থা রাখা হয়েছে। এখানে ১০২টি এক শয্যার কেবিনের জন্য দৈনিক ভাড়া মাত্র ৫,০০০ টাকা, যেখানে বেসরকারি হাসপাতালে একই ধরনের কেবিনের ভাড়া ১৫,০০০ টাকা পর্যন্ত হতে পারে। এছাড়া আটটি সুটের ভাড়া ৮,০০০ টাকা, ছয়টি এইচডিইউ-এর ভাড়া ১২,০০০ টাকা এবং ১৫টি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের ভাড়া ১৫,০০০ টাকা ধার্য করা হয়েছে। স্বাস্থ্যসাথী কার্ড থাকলে রোগীরা বিনামূল্যে সব পরিষেবা পাবেন। কেবিনের ভাড়াতেই চিকিৎসকের ফি, ইকোহার্ট, সিসিইউ, অক্সিজেন, ভেন্টিলেশন, নেবুলাইজার, কার্ডিয়াক মনিটর-এর মতো সুবিধাগুলো অন্তর্ভুক্ত থাকবে। তবে অস্ত্রোপচার, অ্যাটেনডেন্ট চার্জ এবং বাইরে থেকে কেনা ওষুধের খরচ আলাদাভাবে দিতে হবে।
উডবার্ন ২-এ ভর্তি হওয়ার প্রক্রিয়া আগের মতোই থাকছে। কোনো রোগীকে বহির্বিভাগে দেখানোর পর যদি চিকিৎসক মনে করেন তাঁকে হাসপাতালে রেখে চিকিৎসা বা অস্ত্রোপচারের প্রয়োজন আছে, তবে তিনি ভর্তি হওয়ার সুপারিশ করেন। রোগী যদি পেয়িং কেবিন চান, তাহলে চিকিৎসক তা প্রেসক্রিপশনে উল্লেখ করেন। এরপর সুপারের কার্যালয় থেকে অনুমোদনের পর কর্তৃপক্ষ ভর্তি সংক্রান্ত সিদ্ধান্ত নেন। যদিও এর আগে অভিযোগ ছিল যে উডবার্নে ভিআইপি বা প্রভাবশালী ব্যক্তিরাই সহজে সুযোগ পান, এবার ভেদাভেদ মুছে সাধারণ মানুষকে উন্নত পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।