BigNews: বাংলাদেশ থেকে এল ৩৭.৫ মেট্রিক টন ইলিশ, কবে মিলবে বাজারে?

দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রফতানি শুরু হয়ে গেল। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে বাংলাদেশের বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথম চালানে ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে। ৬টি রফতানিকারক প্রতিষ্ঠান এই ইলিশ পাঠিয়েছে। জানা যাচ্ছে, বাংলাদেশের ইউনূস সরকার এ বছর মোট ১২০০ টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে ৩৭ জন ব্যবসায়ীকে। প্রতি কেজি ইলিশের রফতানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২ ডলার ৫০ সেন্ট, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ৫২৫ টাকা। বাংলাদেশের মৎস্য অধিদফতর আগামী ৫ অক্টোবরের মধ্যে পুরো রফতানি প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে।
আজই কলকাতার বাজারে পদ্মার ইলিশ!
বেনাপোল বন্দর মৎস্য কোয়ারেন্টিন কর্মকর্তা সজীব সাহা বাংলাদেশের সংবাদমাধ্যমকে জানান যে, মঙ্গলবার রাত ১টার পর আটটি ট্রাকে করে এই ইলিশ পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গের ফিস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ জানান, ‘বুধবার রাতের মধ্যেই চালানটি কলকাতার পাইকারি বাজারে পৌঁছে যাবে।’ সাধারণত স্থলবন্দর দিয়েই ইলিশ বাংলাদেশে থেকে ভারতে আসে। উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্ত দিয়ে ট্রাকে করে আসা এই ইলিশ হাওড়া স্টেশন সংলগ্ন পাইকারি মাছ বাজারে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে খুচরো বিক্রেতারা রাজ্যের বিভিন্ন প্রান্তে ইলিশ নিয়ে যান।
দাম থাকতে পারে ২০০০ টাকার উপরে
কলকাতার খুচরো বাজারে এই ইলিশ বৃহস্পতিবার নাগাদ পাওয়া যেতে পারে। বিভিন্ন হাত ঘুরে খুচরো বাজারে ও-পার বাংলার ইলিশের দাম প্রতি কেজিতে ২০০০ টাকার বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ সরকার কিছু শর্ত সাপেক্ষে এই রফতানির অনুমোদন দিয়েছে, যেমন: অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি রফতানি করা যাবে না এবং এই অনুমতি হস্তান্তরযোগ্য নয়। অর্থাৎ, শুধুমাত্র অনুমোদিত কোম্পানিগুলোই রফতানি করতে পারবে। এই পদক্ষেপটি পশ্চিমবঙ্গের ইলিশপ্রেমীদের জন্য একটি খুশির খবর নিয়ে এসেছে, যারা প্রতি বছর পূজার সময় পদ্মার ইলিশের জন্য অপেক্ষা করেন।