“শুধু ড্রাইভার পদেই ৩৭০ জন…”-রাজ্যে দমকলে প্রচুর নিয়োগ, বিস্তারিত জানালেন মন্ত্রী

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আসন্ন। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহালয়ার দিন থেকেই ভার্চুয়ালি জেলার বিভিন্ন পুজোর উদ্বোধন করবেন। অন্যদিকে, দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা আরও জোরদার করতে বড় পদক্ষেপ নিয়েছে রাজ্য দমকল বিভাগ। দমকল মন্ত্রী সুজিত বসু ঘোষণা করেছেন যে, পুজোর আগেই রাজ্যজুড়ে ৯৭টি অস্থায়ী দমকল কেন্দ্র (ফায়ার কিয়স্ক) তৈরি করা হবে। এর ফলে যেকোনো অগ্নি দুর্ঘটনা দ্রুত মোকাবিলা করা সম্ভব হবে।
মন্ত্রী সুজিত বসু নিউটাউন দমকল কেন্দ্রে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন, যেখানে দুর্গাপূজার সময় দমকল বিভাগের কার্যক্রম, বড় দুর্ঘটনা এড়াতে ব্যবস্থা এবং জরুরি সেবার পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। যেহেতু এই সময়ে মণ্ডপে মণ্ডপে প্রচুর ভিড় থাকে, তাই সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ১৯ সেপ্টেম্বর দমকল বিভাগের ডিজির নেতৃত্বে বড় মণ্ডপগুলির অগ্নি নির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখা হবে। তিনি জানান, কলকাতা ও শহরতলি অঞ্চলে ২৫টি ফায়ার কিয়স্ক থাকবে, যা থেকে দমকলের কাজ দ্রুত সমন্বয় করা হবে।
দমকল মন্ত্রী আরও জানান যে, সাধারণ মানুষকে সচেতন করতে পুজোর আগে রেডিওর মাধ্যমে প্রচার চালানো হবে। ভবিষ্যতে আরও ২৫টি নতুন দমকল কেন্দ্র স্থাপন করা হবে। ২০১১ সালে রাজ্যে দমকল কেন্দ্রের সংখ্যা ছিল ১০৯টি, যা বর্তমানে বেড়ে ১৬৬ হয়েছে। বিভাগকে আরও আধুনিক করতে ফায়ার ড্রোন ও রোবটের মতো অত্যাধুনিক প্রযুক্তিও ব্যবহার করা হবে। মন্ত্রী ইঙ্গিত দিয়েছেন যে আদালতের জট কেটে গেলে দমকল বিভাগে নতুন নিয়োগও শুরু হবে। তিনি বলেন, ওবিসি সংক্রান্ত মামলার কারণে আপাতত নিয়োগ সম্ভব হচ্ছে না। মামলা নিষ্পত্তি হলে ১০০০ ফায়ার অপারেটর এবং ৩৭০ জন ড্রাইভার নিয়োগ করা হবে।