জন্মদিনে মোদীকে বিশেষ বার্তা শাহরুখ-আমিরের! কী লিখলেন দুই বলিউড সুপারস্টার?

আজ ৭৫ বছরে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিশেষ দিনে দেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজনীতিবিদ থেকে শুরু করে বলিউডের শীর্ষ তারকারা। শাহরুখ খান এবং আমির খান সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রতি শ্রদ্ধা এবং শুভেচ্ছা প্রকাশ করেছেন।
শাহরুখ খান তাঁর এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে মোদীকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “আজ প্রধানমন্ত্রী মোদীর ৭৫তম জন্মদিন উপলক্ষে আমি তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানাই। একটি ছোট শহর থেকে বৈশ্বিক মঞ্চে পৌঁছানোর আপনার যাত্রা সত্যিই অনুপ্রেরণাদায়ক। দেশের প্রতি আপনার শৃঙ্খলা, কঠোর পরিশ্রম এবং নিবেদন এই যাত্রায় স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। ৭৫ বছর বয়সেও আপনার প্রাণশক্তি আমাদের মতো তরুণদেরও হার মানায়। আমি প্রার্থনা করি আপনি সর্বদা সুস্থ ও সুখী থাকুন।”
অন্যদিকে, আমির খানও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, “শুভ জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানাই আপনাকে, স্যার। ভারতের উন্নয়নের পথে আপনার অবদান সর্বদা স্মরণীয় থাকবে। এই আনন্দঘন দিনে আমরা আপনার দীর্ঘায়ু কামনা করি এবং প্রার্থনা করি আপনি দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে থাকুন।”
১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর জন্মগ্রহণকারী নরেন্দ্র মোদী আজও তরুণদের মধ্যে অন্যতম জনপ্রিয় নেতা। তাঁর প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এবং সব প্রজন্মের সঙ্গে কার্যকরভাবে যোগাযোগ করার ক্ষমতা তাকে অনন্য করে তুলেছে।