আর জি কর-এর ছায়া পাঁশকুড়ায়! হাসপাতালের গণধর্ষণ কাণ্ডে নাম জড়াল প্রাক্তন মন্ত্রীর ছেলের, উত্তাল রাজনীতি

আর জি কর হাসপাতালের ঘটনার ছায়া এবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে। স্বাস্থ্যকর্মীদের গণধর্ষণের অভিযোগের ঘটনায় এবার প্রাক্তন জলসম্পদ উন্নয়নমন্ত্রী সৌমেন মহাপাত্রের ছেলে, চিকিৎসক বোধিসত্ত্ব মহাপাত্রের নাম উঠে এসেছে। অভিযোগ উঠেছে যে, অভিযুক্ত ঠিকাদার সংস্থার ম্যানেজার জাহির আব্বাস খানের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যার কারণে অভিযুক্তের হাসপাতালে দাপট ছিল।
আর জি কর কাণ্ডে আন্দোলনকারী ‘অভয়া মঞ্চ’-এর সদস্যরা গতকাল হাসপাতালে গিয়ে এই অভিযোগ করেন। তাদের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে অভিযুক্তকে সুরক্ষা দেওয়া হচ্ছিল।
অন্যদিকে, সৌমেন মহাপাত্র এই অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর ছেলে একজন ব্লক স্বাস্থ্য আধিকারিক। পাঁশকুড়া হাসপাতালের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক উদ্দেশ্যেই এই মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে। এই ঘটনার প্রতিবাদে এসইউসি (SUC) আগামীকাল পাঁশকুড়া ব্লকে ১২ ঘণ্টার বনধ ডেকেছে।
এদিকে, ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও অভিযুক্ত ঠিকাদার সংস্থা ‘রিলায়েবল সার্ভিস লিমিটেড’ এখনও মুখ্য স্বাস্থ্য আধিকারিকের শোকজের উত্তর জমা দেয়নি। স্বাস্থ্য দফতরকে বিষয়টি জানানো হবে। হাসপাতালের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কারা সেদিন ডিউটিতে ছিল, তাদের হাজিরা খাতা দেখে বয়ান নেওয়া হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা প্রশাসনিক কর্মী কম থাকার বিষয়টি মৌখিকভাবে আগেই জানিয়েছিল। এই ঘটনা আবারও সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।