দুর্গাপূজার আগে বিরিয়ানির দোকানে অগ্নিকাণ্ড! গ্যাস সিলিন্ডার ফেটে আগুন, ছুটে এল সিভিক ভলেন্টিয়ার

দুর্গাপূজা আসন্ন। এই সময়ে ব্যবসায়ীরা অতিরিক্ত লাভের আশায় থাকেন, কিন্তু পুজোর আগেই বড় বিপদের মুখে পড়ল পশ্চিম মেদিনীপুরের এক বিরিয়ানি দোকান। বুধবার সকালে ডেবরার একটি বিরিয়ানি দোকানে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে যায়, যা এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়।
ঘটনাটি ঘটে ডেবরা বাজারের মাঝখানে। বুধবার সকাল ১০টা নাগাদ হঠাৎই দোকানের গ্যাস সিলিন্ডারে গ্যাস লিক হতে শুরু করে এবং আগুন ধরে যায়। বাজারের মাঝে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা এবং ঘটনাস্থলের কাছে থাকা সিভিক ভলান্টিয়াররা দ্রুত আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন।
দমকল বাহিনীকে খবর দেওয়া হলেও, তারা পৌঁছানোর আগেই সিভিক ভলান্টিয়ার ও স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের এই ঘটনায় যেমন এলাকায় আতঙ্ক ছড়িয়েছে, তেমনই দমকল বিভাগ এখন দোকানটির ফায়ার লাইসেন্স আছে কি না, তা খতিয়ে দেখছে। পুজোর আগে এমন ঘটনায় দোকানের মালিক রীতিমতো অস্বস্তিতে পড়েছেন।