‘সে ৪ জনকেই মেরে ফেলবে…’, ছেলের বাবা-মাকে মারার ভিডিও, বোন ফাঁস করলো কীর্তি

রাজস্থানের জয়পুরে এক অমানবিক ঘটনা ঘটেছে। গত ১৫ সেপ্টেম্বর এক কসাই ছেলে তার মাকে পিটিয়ে হত্যা করেছে। এই ঘটনার একটি মর্মান্তিক ভিডিও সামনে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ছেলেটি তার মাকে নির্মমভাবে মারছে এবং তার বাবা ও বোন তাকে বাঁচানোর চেষ্টা করছেন। এই ঘটনার ভিডিও ধারণকারী আরেক বোন যা বলেছেন তা অত্যন্ত বেদনাদায়ক।

আক্রমণকারীর বোন ভিডিওতে বলেন, “আমি ২০১৬ সালেই জেনেছিলাম যে এ একটা দানব। তখন আপনারা আমাকে পাগল বলতেন। এখন এ আমাদের চারজনকেই মেরে ফেলবে। আমি বলেছিলাম ওর বিয়ে দিও না, তখন যদি আমার কথা শুনতেন, তাহলে আজ এই দিন দেখতে হতো না।” একইসঙ্গে তার বাবা বারবার পুলিশকে ডাকার জন্য বলছিলেন, যার জবাবে ছেলেটি বিদ্রূপ করে বলে, “হ্যাঁ, হ্যাঁ, পুলিশকে ডেকে নাও।”

ঘটনাটি করধনি এলাকার অরুণ বিহারের। জানা যায়, সোমবার সকালে গ্যাস সিলিন্ডার আনার বিষয়ে ঝগড়া শুরু হলে, নবীন নামের ওই যুবক তার ৫১ বছর বয়সী মা সন্তোষকে লাঠি ও ঘুষি দিয়ে নির্মমভাবে মারধর করে। আঘাতে জ্ঞান হারিয়ে ফেললে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করে আদালতে পেশ করে জেল হেফাজতে পাঠিয়েছে।

পুলিশ জানিয়েছে, সিলিন্ডার আনার কথা বলায় নেশাগ্রস্ত নবীন তার মায়ের উপর ঘুষি মারতে শুরু করে। তার বাবা এবং বোন তাকে বাঁচানোর চেষ্টা করলেও নবীনের মাথায় খুন চেপে ছিল। সে ক্রমাগত তার মাকে মারতে থাকে, যার ফলে ঘটনাস্থলেই তার মা অজ্ঞান হয়ে যান। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। জানা গিয়েছে, নবীন बीए পর্যন্ত পড়াশোনা করেছে এবং বেশ কয়েক বছর ধরে সে নেশায় আসক্ত। তার বাবা লক্ষণ সিং ১০ বছর আগে সেনাবাহিনী থেকে অবসর নিয়েছেন এবং বর্তমানে দিল্লি পুলিশে কনস্টেবল পদে কর্মরত। ২০২০ সালে নবীনের বিয়ে হয়েছিল, কিন্তু তার নেশার কারণে বিয়ের কয়েক মাস পরেই স্ত্রী তাকে ছেড়ে চলে যান।