বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ, মাকে মারধর, মদের নেশায় তাণ্ডব, পুলিশের দ্বারস্থ হল ষষ্ঠ শ্রেণির ছাত্রী

পরিবারে আর্থিক অনটন থাকা সত্ত্বেও মদের জন্য টাকার দাবিতে প্রায়শই স্ত্রীকে মারধর করতেন বাবা। মায়ের উপর বাবার এমন অত্যাচার দেখে প্রতিবাদ জানাল এক ষষ্ঠ শ্রেণির ছাত্রী। সাহস করে সে নিজেই সোজা চলে গেল থানায়। পরে মেয়ের হাত ধরে থানায় পৌঁছন তার মা-ও।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই পরিবারে মদের নেশা নিয়ে অশান্তি চলছিল। সংসারে আর্থিক টানাপড়েন থাকা সত্ত্বেও ওই ব্যক্তি মদের জন্য প্রায়ই স্ত্রীর কাছে টাকা চাইতেন। টাকা না পেলে চলত অকথ্য গালিগালাজ ও মারধর।

সোমবার রাতেও একই ঘটনা ঘটে। মদ্যপ অবস্থায় ওই ব্যক্তি তার স্ত্রীকে মারধর শুরু করলে তা দেখে আর চুপ থাকতে পারেনি তাদের ষষ্ঠ শ্রেণিতে পড়া মেয়েটি। মায়ের ওপর এমন অত্যাচার দেখে আর সহ্য করতে না পেরে সে নিজেই সোজা চলে যায় থানায়। সেখানে পুলিশ কর্মকর্তাদের কাছে সে তার বাবার অত্যাচারের কথা খুলে বলে। এরপর পুলিশ ওই নাবালিকার সাহায্যে তার মা-কেও থানায় নিয়ে আসে।

মা ও মেয়ে দুজনেই প্রশাসনের কাছে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেছেন। তাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।