‘ম্যাচ পিছু ৫০ লাখ টাকা বেশি’, ড্রিম ইলেভেনকে সরিয়ে কেন অ্যাপোলো টায়ারস-কে বেছে নিল বিসিসিআই

এশিয়া কাপের মঞ্চে স্পন্সর ছাড়াই খেলতে নামলেও, টুর্নামেন্ট চলাকালীনই নতুন স্পন্সর পেল ভারতীয় ক্রিকেট দল। ড্রিম ইলেভেন-এর সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর এবার ‘অ্যাপোলো টায়ারস’-কে নতুন স্পন্সর হিসেবে বেছে নিয়েছে বিসিসিআই। ২০২৭ সাল পর্যন্ত এই সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে।

চুক্তির বিস্তারিত
সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস অফ ইন্ডিয়া’র খবর অনুযায়ী, এই নতুন চুক্তিটি মোট ৬০০ কোটি টাকার। হরিয়ানা-ভিত্তিক এই বহুজাতিক টায়ার উৎপাদনকারী সংস্থা ভারতীয় দলকে প্রতি ম্যাচ পিছু ৪ কোটি ৫০ লক্ষ টাকা করে দেবে, যা ড্রিম ইলেভেনের দেওয়া টাকার (৪ কোটি টাকা) থেকে ৫০ লক্ষ টাকা বেশি। জানা গেছে, এই সময়ের মধ্যে ভারতীয় দল ১২১টি দ্বিপাক্ষিক সিরিজ এবং ২১টি আইসিসি টুর্নামেন্ট খেলবে। অ্যাপোলো টায়ারস ছাড়াও ক্যানভা ও জে কে টায়ার দরপত্র জমা দিয়েছিল, কিন্তু অ্যাপোলোকে বেছে নেওয়া হয়েছে।

এশিয়া কাপের শুরুর দিকে ভারতীয় দলের জার্সিতে শুধুমাত্র ‘INDIA’ লেখা ছিল, কোনো স্পন্সরের নাম ছিল না। এখন দেখার বিষয়, এশিয়া কাপের বাকি ম্যাচগুলোতে ভারতীয় ক্রিকেটাররা নতুন স্পন্সরের জার্সি পরে মাঠে নামেন কি না।

করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুলল বিসিসিআই
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের পর করমর্দন না করা নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, এবার সেই বিষয়ে মুখ খুললেন বিসিসিআইয়ের এক আধিকারিক। পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “নিয়মটা ঠিক করে পড়লে দেখা যাবে এই করমর্দনের বিষয় কোথাও কিছু লেখা নেই। এটা শুধুমাত্র একটি সৌজন্য যা রীতিতে পরিণত হয়েছে, কিন্তু এর কোনো নিয়ম নেই।” তিনি আরও বলেন, যেখানে কোনো নিয়মই নেই, সেখানে ভারতীয় ক্রিকেট দলের প্রতিপক্ষের সঙ্গে হাত মেলানো বাধ্যতামূলক নয়, বিশেষত যেখানে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে একটি বিবাদ রয়েছে।

এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড ম্যাচ রেফারির বিরুদ্ধে ‘আচরণবিধি লঙ্ঘনের’ অভিযোগ এনেছিল, কিন্তু সেই দাবিও খারিজ করা হয়েছে।