‘টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারের হুমকি’, কেন এমন কঠোর পদক্ষেপ নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড

এশিয়া কাপে ভারতের কাছে পরাজয়ের পর করমর্দন বিতর্ক এবার নতুন মাত্রা পেল। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচের আগে সাংবাদিক বৈঠক বয়কট করল পাকিস্তান ক্রিকেট দল। এই ঘটনা এমন জল্পনাকে উসকে দিয়েছে যে, পাকিস্তান হয়তো টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেবে।
কেন এই বিতর্ক?
এশিয়া কাপের ম্যাচে জয়ের পর ভারতীয় দলের কোনও সদস্য, এমনকি অধিনায়ক সূর্যকুমার যাদবও পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি। এই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) তীব্র ক্ষোভ প্রকাশ করে। তারা ম্যাচ রেফারিদের প্যানেল থেকে অ্যান্ডি পাইক্রফটকে সরিয়ে দেওয়ার জন্য আইসিসি-র কাছে দাবি জানায়। যদিও আইসিসি তাদের এই দাবি খারিজ করে দিয়েছে।
এরপরই পাকিস্তান দলের সাংবাদিক বৈঠক বয়কট করার সিদ্ধান্ত আরও জল্পনা তৈরি করে। সংবাদসংস্থা পিটিআই-এর একটি রিপোর্ট অনুসারে, টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারের হুমকি নিয়ে অপ্রিয় প্রশ্ন এড়াতে পাকিস্তান এই সিদ্ধান্ত নিয়েছে। তবে সাংবাদিক বৈঠক বয়কট করলেও তারা সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচের জন্য অনুশীলন চালিয়ে যাবে।
পাকিস্তান কি সত্যিই টুর্নামেন্ট ছাড়বে?
দ্য টাইমস অফ ইন্ডিয়ার এক রিপোর্টে পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি সূত্রকে উদ্ধৃত করে জানানো হয়েছে যে, এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহারের মতো পদক্ষেপ নিলে আইসিসি-র বড়সড় নিষেধাজ্ঞার মুখে পড়বে পাকিস্তান। বর্তমান আর্থিক অবস্থায় পিসিবি এই ধরনের ঝুঁকি নিতে পারবে না। তাই অনেকেই মনে করছেন, টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর হুমকি আসলে পাকিস্তানের একটি ‘ফাঁকা আওয়াজ’ মাত্র।