ভারত-আমেরিকা সম্পর্কে চিড়, তাও কেন দুর্গাপূজায় মার্কিন মুলুকে পাড়ি দিচ্ছেন বাংলার বাউল শিল্পী

ভারত ও আমেরিকার রাজনৈতিক সম্পর্ক যতই উত্তপ্ত থাকুক না কেন, এবার দুর্গোৎসবে দুই দেশের সাংস্কৃতিক বন্ধন মজবুত হতে চলেছে। পুজোর সময় মার্কিন মুলুকে পাড়ি দিচ্ছেন শান্তিনিকেতনের বাউল শিল্পী রাজু দাস। ২০ দিনের এই সফরে তিনি আমেরিকার ছয়টি শহরে পুজো মণ্ডপে গান শোনাবেন।
বাবা-মায়ের চোখে গর্ব
নানুরের হাটসেরান্দি গ্রামে জন্ম রাজু দাস বাউলের। ছোটবেলা থেকে তার বাবা শ্রীদাম দাস বাউলের কাছেই সঙ্গীতের তালিম নিয়েছেন। বর্তমানে বোলপুরের জামবুনির দক্ষিণ পল্লির মাঠপাড়ায় তার পরিবার। বাবার কাছে তালিম নেওয়ার পর তার গুরু হন সত্যানন্দ দাস বাউল।
ছেলের এমন সাফল্যে রাজুর বাবা শ্রীদাম দাস বাউল বলেন, “ছেলে আমেরিকায় যাচ্ছে। সেখানকার মানুষকে গান শোনাবে, এতে আমরা খুব খুশি। আমাদের পূর্বপুরুষ থেকে সবাই মোটামুটি গানবাজনা নিয়েই থাকি। কিন্তু ছেলের সাফল্যে গর্ববোধ হচ্ছে।”
কেন এই গান বিশেষ?
আগামী ২৪ সেপ্টেম্বর রাজু ভারত থেকে আমেরিকার উদ্দেশে রওনা দেবেন। ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত নিউ জার্সি থেকে নিউইয়র্ক পর্যন্ত ছয়টি জায়গায় তার গানের অনুষ্ঠান রয়েছে। ইটিভি ভারতকে তিনি জানান, তার গানে ‘মানুষ ছাড়া খ্যাপারে তুই মূল হারাবি’ এই গানটি বিশেষভাবে গাইবেন। তিনি মনে করেন, এই গানের মাধ্যমে বাংলার মাটির সুর তিনি প্রবাসী বাঙালি এবং আমেরিকানদের কাছে পৌঁছে দিতে পারবেন।
উল্লেখ্য, রাজু দাস বাউল শান্তিনিকেতনের পরিচিত মুখ। এর আগেও তিনি স্কটল্যান্ড, ইংল্যান্ড, ফ্রান্স, চীন এবং অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে গান গেয়েছেন। এটি তার প্রথম আমেরিকা সফর। তাই তার আবেগও অনেক বেশি। তিনি বলেন, “বাংলার বাউল গান, মাটির গান আমেরিকা মাটিতে পৌঁছে দিতে পারব এটাই আমার বড় প্রাপ্তি।”