‘আপত্তিকর ছবি ভাইরাল করার হুমকি’, রাগে কেন ভাইপোকে শ্বাসরোধ করে খুন করলেন কাকা

উত্তরপ্রদেশের আগ্রায় এক নৃশংস খুনের ঘটনা সামনে এসেছে। পুলিশ ১৯ বছরের যুবক রাকেশকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে তার কাকা দেবীরামকে গ্রেফতার করেছে। খুনের পর প্রমাণ লোপাটের জন্য রাকেশের দেহ পুড়িয়ে ড্রামে ভরে রাখা হয়েছিল।

কীভাবে এই ঘটনা ঘটল?
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ১৮ ফেব্রুয়ারি রাকেশকে খুন করা হয়। এরপর তার পোড়া দেহ একটি ড্রাম থেকে উদ্ধার হয়। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, দেবীরাম এবং তার এক সঙ্গী নিত্য কিশোর এই খুনের সঙ্গে জড়িত।

পুলিশের কাছে দেবীরাম স্বীকার করেছেন যে, সেদিন তারা দুজনে মিথ্যা কথা বলে রাকেশকে তাদের দোকানে ডেকে নিয়ে যান। সেখানেই তারা রাকেশকে শ্বাসরোধ করে খুন করেন। এরপর দেহটি ড্রামে ভরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। দেহ এতটাই পুড়ে গিয়েছিল যে, শনাক্ত করা অসম্ভব ছিল।

খুনের কারণ
পুলিশের জিজ্ঞাসাবাদে দেবীরাম দাবি করেছেন, রাকেশ তার নাবালিকা সন্তানের কিছু আপত্তিকর ছবি মোবাইলে রেখেছিল। সেই ছবিগুলো ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে সে দেবীরামের কাছে টাকা চাইত। এই রাগ থেকেই দেবীরাম তার ভাইপোকে খুন করার সিদ্ধান্ত নেন।

বর্তমানে অভিযুক্ত দেবীরাম পুলিশি হেফাজতে রয়েছেন। এই ঘটনার সঙ্গে জড়িত আরেক অভিযুক্ত নিত্য কিশোর এখনও পলাতক। পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে।