কামব্যাক ভুবন বাদ্যকরের, নতুন বাইকে চড়ে গাইলেন নতুন গান, আবার ভাইরাল ‘বাদাম কাকু’

একসময় ‘কাঁচা বাদাম’ গান গেয়ে বিশ্ব মাতিয়েছিলেন ভুবন বাদ্যকর। সেই পুরনো বাইকে বাদাম ফেরি করতে করতেই তিনি রাতারাতি আন্তর্জাতিক তারকা হয়ে ওঠেন। কিন্তু সময়ের সাথে সাথে তার জনপ্রিয়তা কমে আসে। অনেকেই ভেবেছিলেন, বাদাম কাকুর গল্প বোধহয় শেষ। কিন্তু সব জল্পনাকে ভুল প্রমাণ করে নতুন বাইক এবং নতুন গান নিয়ে আবারও ফিরে এসেছেন তিনি।
নতুন বাইক ও নতুন গান
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ভুবন বাদ্যকর একটি চকচকে নতুন মোটরবাইকে বসে গাইছেন তার নতুন গান – “বীরভূমেরই ছেলে আমি, নামটি হয় ভুবন”। ‘কাঁচা বাদাম’-এর সেই চেনা সুরের বদলে এবার তার গানে রয়েছে সম্পূর্ণ নতুন ছন্দ। নতুন বাইকটিই যেন এবার তার গানের মূল উপজীব্য। রোদ ঝলমলে দিনে গ্রামের রাস্তা ধরে বাইক চালিয়ে গান গেয়ে চলেছেন তিনি।
নেটিজেনদের উচ্ছ্বাস
এই ভিডিওটি প্রকাশের সাথে সাথেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা ভুবন বাদ্যকরের এই প্রত্যাবর্তনে খুশি হয়ে মন্তব্য করছেন, “বাদাম কাকু নতুন বাইক কিনলেন, দেখে খুব ভালো লাগল।” অনেকেই বলছেন, ভুবন বাদ্যকর আবারও প্রমাণ করলেন যে স্বপ্নের গতি কখনও থামে না। নতুন সুর আর নতুন বাইকের ইঞ্জিন যেন একসঙ্গে তার সাফল্যের জয়গান গাইছে।