ট্রেনের টিকিট সবাই আর কাটতে পারবে না, ১ অক্টোবর থেকে মানতেই হবে এই নিয়ম

ভারতীয় রেল দূরপাল্লার ট্রেনের টিকিট সংরক্ষণের নিয়মে বড়সড় পরিবর্তন এনেছে। আগামী ১ অক্টোবর থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে, যার ফলে এখন থেকে সবাই আর অনলাইনে ট্রেনের টিকিট রিজার্ভেশন করতে পারবেন না। রেলের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো টিকিটের অপব্যবহার রোধ করা এবং প্রকৃত যাত্রীদের দ্রুত টিকিট পাওয়ার সুযোগ করে দেওয়া।

নতুন নিয়ম অনুযায়ী, টিকিট বুকিং উইন্ডো খোলার পর প্রথম ১৫ মিনিটের মধ্যে কেবল সেই যাত্রীরাই টিকিট বুক করতে পারবেন, যাদের IRCTC অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে যাচাইকৃত বা লিংক করা আছে। এই নিয়ম IRCTC-এর ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে। যে সমস্ত যাত্রীর অ্যাকাউন্ট আধার দিয়ে যাচাই করা নেই, তারা এই প্রথম ১৫ মিনিটের মধ্যে টিকিট বুক করার সুযোগ পাবেন না।

যদিও রেলওয়ে কাউন্টার থেকে টিকিট কাটার ক্ষেত্রে এই নিয়মে কোনো পরিবর্তন আনা হয়নি। নতুন নিয়ম শুধুমাত্র অনলাইন বুকিং-এর জন্য প্রযোজ্য হবে। যাত্রীদের সুবিধার জন্য ১ অক্টোবরের আগে তাদের IRCTC অ্যাকাউন্টের সাথে আধার নম্বর লিংক করার পরামর্শ দেওয়া হয়েছে। এই পরিবর্তনের ফলে সাধারণ যাত্রীরা আরও সহজে টিকিট বুক করতে পারবেন বলে মনে করা হচ্ছে।