“ম্যাডামকে বদলি করা চলবে না”-প্রিয় শিক্ষিকার বদলি আটকাতে প্ল্যাকার্ড হাতে পড়ুয়ারা

শিক্ষিকার বদলি আটকাতে অভিনব প্রতিবাদে নেমেছে ঝাড়গ্রামের মোহনপুর আংশিক বুনিয়াদি স্কুলের খুদে পড়ুয়ারা। তাদের প্রিয় শিক্ষক সোমা মাহাতোর বদলির নির্দেশের খবর আসতেই মন ভেঙে যায় পড়ুয়াদের। সোমবার বাবা-মায়ের সাথে স্কুলের সামনে বিক্ষোভ প্রদর্শন করে তারা। এই বিক্ষোভে মন্টিপা, মোহনপুর-সহ বিভিন্ন গ্রামের বাসিন্দারাও যোগ দেন।

পড়ুয়াদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, “আমাদের সোমা ম্যাডামকে বদলি করা চলবে না।” তাদের দাবি, সোমা মাহাতো শুধু ভালো পড়ান তাই নয়, লেখাপড়ার বাইরেও বিভিন্ন ধরনের কার্যকলাপে শিক্ষার্থীদের উৎসাহিত করেন। গত দেড় বছরে তিনি এই স্কুলের পরিবেশ সম্পূর্ণ বদলে দিয়েছেন এবং অভিভাবকের মতো সকলের খেয়াল রেখেছেন। তাই এই শিক্ষিকার বদলির সিদ্ধান্ত কোনোভাবেই মানতে রাজি নন শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকরা।

বিক্ষোভের কারণে স্কুলের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয় এবং পঠন-পাঠন বন্ধ থাকে। অভিভাবকরা জানিয়েছেন, যদি এই বদলির সিদ্ধান্ত প্রত্যাহার না করা হয়, তবে তাদের আন্দোলন চলতে থাকবে। অন্যদিকে, জেলা শিক্ষা দপ্তরের এক কর্মকর্তা জানান যে এটি একটি প্রশাসনিক সিদ্ধান্ত, তবে শিক্ষার্থীদের ও অভিভাবকদের আবেগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। স্কুলের প্রধান শিক্ষকও বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করার জন্য শিক্ষা দপ্তরের কাছে আবেদন জানিয়েছেন।