‘আগে নোটিস দেওয়া হয়নি’, কেন শিলিগুড়িতে হটাৎই ফুটপাত দখলমুক্ত অভিযান শুরু করল পুলিশ

পুজোর আগে শিলিগুড়ি শহরের ফুটপাত দখলমুক্ত করতে কঠোর পদক্ষেপ নিল ট্রাফিক পুলিশ। বেআইনিভাবে সরকারি জমি দখল করে গজিয়ে ওঠা সারি সারি দোকান মঙ্গলবার উচ্ছেদ করা হয়েছে। এর ফলে যানজটের সমস্যা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। শিলিগুড়ি জংশন ট্রাফিক পুলিশের এই অভিযানে স্থানীয় মানুষ এবং পর্যটকরা খুশি হলেও ব্যবসায়ীরা ক্ষুব্ধ।
কেন এই উচ্ছেদ অভিযান?
স্থানীয় গাড়ি চালকেরা দীর্ঘদিন ধরে যানজটের সমস্যার অভিযোগ করে আসছিলেন। ফুটপাত দখল হয়ে যাওয়ায় পথচারী, বিশেষ করে পর্যটকদের চলাফেরা করা কঠিন হয়ে পড়েছিল। এই সমস্যার সমাধানের জন্যই ট্রাফিক পুলিশ এবার কড়া ব্যবস্থা নিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এই অভিযানের আগে অবৈধ দখলদারদের সরে যাওয়ার জন্য আগেই নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশ তারা মানেনি। তাই বাধ্য হয়ে পুলিশকে উচ্ছেদ অভিযান চালাতে হয়েছে। যদিও উচ্ছেদ হওয়া ব্যবসায়ীরা অভিযোগ করেছেন যে, তাদের কোনো আগাম নোটিস দেওয়া হয়নি।
অন্যদিকে, স্থানীয় তৃণমূল শ্রমিক নেতা দাবি করেছেন যে, ব্যবসায়ীদের আগেই এ বিষয়ে জানানো হয়েছিল। এখন তারা উচ্ছেদ হওয়ায় এই অভিযোগ তুলছেন।