ITR Filing-নিয়ে বড় ঘোষণা, বাড়ল আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা

আয়কর রিটার্ন (ITR) জমা দেওয়ার শেষ তারিখ এক দিন বাড়িয়ে আজ, ১৬ সেপ্টেম্বর, মঙ্গলবার পর্যন্ত করা হয়েছে। প্রথমে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা থাকলেও, আয়কর দফতরের ই-ফাইলিং পোর্টালে প্রযুক্তিগত সমস্যার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (CBDT) এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, করদাতারা এখন মধ্যরাত পর্যন্ত তাঁদের রিটার্ন জমা দিতে পারবেন।

দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, পোর্টালে রক্ষণাবেক্ষণের কাজ চলবে, তাই ব্যবহারকারীদের সাময়িক অসুবিধা হতে পারে। এই বছর এখনও পর্যন্ত ৭.৩ কোটির বেশি রিটার্ন জমা পড়েছে, যা গত বছরের তুলনায় বেশি। যাঁরা এখনও রিটার্ন জমা দেননি, তাঁদের দ্রুত প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে। কোনও সমস্যার সম্মুখীন হলে করদাতারা হেল্পডেস্কের মাধ্যমে সাহায্য নিতে পারবেন।

দেরিতে রিটার্ন জমা দিলে জরিমানার বিধান রয়েছে। ৫ লক্ষ টাকার বেশি আয়ের ক্ষেত্রে ৫,০০০ টাকা এবং এর কম আয়ের ক্ষেত্রে ১,০০০ টাকা জরিমানা দিতে হবে। এছাড়াও, বাকি করের ওপর মাসিক ১% সুদ এবং ভবিষ্যতে ক্ষতির সুবিধা বহন করার সুযোগ বাতিল হতে পারে। তাই সময়সীমার মধ্যে রিটার্ন জমা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।