পুজোর আগে বড় সিদ্ধান্ত, জলপাইগুড়ি শহরে কেন সাইনবোর্ডে বাংলা লেখা বাধ্যতামূলক করল পুরসভা

এবার থেকে জলপাইগুড়ি শহরের দোকান, অফিস ও শপিং মলের সাইনবোর্ডে বাংলা ভাষায় লেখা বাধ্যতামূলক করা হচ্ছে। মহালয়ার দিন থেকে এই নতুন নিয়ম কার্যকর করবে জলপাইগুড়ি পুরসভা। এই উদ্যোগকে বাংলা ভাষার মর্যাদা রক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন শহরবাসী ও স্থানীয় মহল।
কী এই নতুন নিয়ম?
পুর কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী, প্রতিটি প্রতিষ্ঠানের সাইনবোর্ডে বাংলা ভাষাকে অগ্রাধিকার দিতে হবে। সাইনবোর্ডের সবচেয়ে উপরের অংশে বড় হরফে বাংলায় প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। যদিও বাংলা ছাড়া অন্য কোনো ভাষা বা ইংরেজি ব্যবহার করা যাবে, তবে বাংলা লেখাকেই প্রাধান্য দিতে হবে।
যদি কোনো প্রতিষ্ঠান এই নিয়ম অমান্য করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সূত্রের খবর, নিয়ম ভঙ্গকারী প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিল করার মতো পদক্ষেপও নিতে পারে পুরসভা।
বিশেষ উদ্যোগ
জানা গিয়েছে, মহালয়ার দিন পাঁচটি দোকানের সাইনবোর্ড বাংলায় লিখে এই কর্মসূচির সূচনা করা হবে। এই কর্মসূচি চলবে ডিসেম্বরের শেষ পর্যন্ত। জলপাইগুড়ি পুরসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে স্থানীয় ব্যবসায়ী মহলও। বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য এই ধরনের পদক্ষেপ খুবই ইতিবাচক বলে মনে করছেন অনেকে।