ভূমিকম্পে থরথর করে কাঁপছে হাসপাতাল, ভয়ে না পালিয়ে শিশুদের আগলে রাখলেন দুই নার্স! দেখুন সেই ভিডিও

গত রবিবার বিকেলে অসমের নাগাঁও জেলায় এক শক্তিশালী ভূমিকম্পের সময় এক বেসরকারি হাসপাতালের নার্সদের সাহসিকতার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। রিখটার স্কেলে ৫.৮ মাত্রার সেই কম্পনে যখন হাসপাতাল কাঁপছিল, তখন দু’জন নার্স নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তিন সদ্যোজাত শিশুকে আগলে রেখেছিলেন।

এই ভিডিওটি আদিত্য নার্সিংহোমের। বিকেল ৪:৪১ নাগাদ কম্পন শুরু হলে নার্সারির বেড, আলো এবং চেয়ার সব দুলে উঠতে থাকে। কিন্তু নার্সরা আতঙ্কিত না হয়ে সঙ্গে সঙ্গে শিশুদের কাছে ছুটে যান এবং তাদের বেডগুলোকে ধরে রাখেন, যাতে তারা সুরক্ষিত থাকে।

শুধু এই ঘটনাই নয়, রাশিয়ার কামচাটকায় ভয়াবহ ভূমিকম্পের সময়ও ডাক্তারদের একই রকম সাহসিকতার ভিডিও ভাইরাল হয়েছিল। ৮.৮ মাত্রার সেই ভূমিকম্পে যখন হাসপাতাল কাঁপছিল, তখনও চিকিৎসকরা অপারেশন থিয়েটারে সার্জারি চালিয়ে গিয়েছিলেন। তাঁরা রোগীর জীবন বাঁচাতে প্রাকৃতিক বিপর্যয়ের মুখেও কর্তব্য থেকে একচুলও সরে আসেননি।

এই দুটি ঘটনাই প্রমাণ করে, কীভাবে স্বাস্থ্যকর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়েও রোগীদের সেবা করতে পিছপা হন না। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল অসমের উদালগুড়ি জেলায়। এই কম্পনে উদালগুড়িতে একটি হোস্টেলের ছাদ ধসে দুজন তরুণী আহত হন এবং বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এই ভিডিওগুলো সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং নার্স ও ডাক্তারদের এই বীরত্বের প্রশংসা করে অনেকেই তাদের কুর্নিশ জানিয়েছেন।