বারাসাতে বিস্ফোরক সুকান্ত মজুমদার, ‘বাংলার শিক্ষা ব্যবস্থা অন্ধকার যুগের মধ্যে দিয়ে যাচ্ছে

বারাসাতে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি সরাসরি রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে বলেন, “অন্ধকার যুগের মধ্যে দিয়ে বাংলার শিক্ষা ব্যবস্থা যাচ্ছে।”

সুকান্ত মজুমদারের অভিযোগ, রাজ্য সরকার দুর্নীতির মাধ্যমে বাংলার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। তিনি এসএসসি-তে হাজার হাজার শূন্যপদ থাকা সত্ত্বেও যোগ্য প্রার্থীদের বঞ্চিত করা এবং অবৈধ নিয়োগের তীব্র সমালোচনা করেন।