মোদীর জন্মদিন থেকে গান্ধী জয়ন্তী পর্যন্ত ‘সেবা পক্ষ’, বিজেপির মেগা প্রচারের দায়িত্বে যিনি?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ১৫ দিনের ‘সেবা পক্ষ’ (সেবা পক্ষ) পালনের সিদ্ধান্ত নিয়েছে। এই কর্মসূচির দায়িত্ব দেওয়া হয়েছে দলের জাতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসলকে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় তিনি ওড়িশা, বাংলা এবং তেলেঙ্গানার মতো রাজ্যগুলোতে দলের সাংগঠনিক দায়িত্ব সামলেছেন। এর আগে তিনি উত্তর প্রদেশের সাংগঠনিক সম্পাদক হিসেবেও কাজ করেছেন, যেখানে তিনি বছরের পর বছর পর রাজ্যে বিজেপিকে ক্ষমতায় ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সুনীল বনসলকে প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহের ঘনিষ্ঠ হিসেবে গণ্য করা হয়।

‘সেবা পক্ষ’ কর্মসূচিটি আগামী ১৭ সেপ্টেম্বর (প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন) থেকে শুরু হয়ে ২ অক্টোবর (মহাত্মা গান্ধী ও লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিন) পর্যন্ত চলবে। এই উপলক্ষে, বিজেপি দেশজুড়ে নানা ধরনের জনমুখী কার্যক্রমের পরিকল্পনা করেছে। এর মধ্যে রয়েছে রক্তদান ও স্বাস্থ্য শিবির, পরিচ্ছন্নতা অভিযান, ‘মায়ের নামে একটি গাছ’ রোপণ, এবং প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন। সুনীল বনসল জানান যে, এই সময়ে রাজ্যগুলিতে ৭১টি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হবে, যেখানে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য সহায়ক সরঞ্জাম বিতরণ করা হবে। এছাড়াও, ২৫শে সেপ্টেম্বর (দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী) থেকে ২৫শে ডিসেম্বর পর্যন্ত বিজেপি ‘আত্মনির্ভর ভারত, বিকশিত ভারত’ অভিযানও চালাবে।