মাঝে মাঝেই বিকল, এবার কমানো হলো মেট্রো! ব্লু লাইনে ৩২টি ট্রেন বাতিলের ঘোষণা, যাত্রীরা রেগে লাল

পুজোর মুখে ফের ভোগান্তির আশঙ্কা কলকাতা মেট্রো যাত্রীদের। নতুন রুটে পরিষেবা বাড়লেও, পুরনো ব্লু লাইনে সমস্যা যেন পিছু ছাড়ছেই না। প্রায়শই নানান অভিযোগের পর এবার ফের দুঃসংবাদ শোনাল মেট্রো কর্তৃপক্ষ। শহীদ ক্ষুদিরাম স্টেশনে কমানো হচ্ছে মেট্রোর সংখ্যা।

বৃহস্পতিবার কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে এক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে ব্লু লাইনের বেশ কিছু মেট্রো আর শহীদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত যাবে না। পরিবর্তে, সেগুলো দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্তই চলবে। এর ফলে এক ধাক্কায় ৩২টি মেট্রো বাতিল হচ্ছে শহীদ ক্ষুদিরাম স্টেশনে। জানা যাচ্ছে, ব্যস্ত সময়ে দুটি মেট্রোর মাঝে ৫ মিনিট এবং অন্য সময়ে দুটি মেট্রোর মাঝে ৭ মিনিটের ব্যবধান বজায় রাখার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এমনিতেই ব্লু লাইনে প্রায় দিনই কোনো না কোনো সমস্যা লেগেই রয়েছে। বৃহস্পতিবারও কবি সুভাষ স্টেশনে লাইনের ত্রুটির কারণে প্রায় ৩০ মিনিট ধরে মেট্রো পরিষেবা বন্ধ ছিল। বিভিন্ন স্টেশনে সংস্কারমূলক কাজও চলছে। তার ওপর এই নতুন ঘোষণায় যাত্রীদের দুর্ভোগ আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে, বিশেষ করে পুজোর মুখে। বহু যাত্রী এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের মতে, যখন নতুন লাইন সম্প্রসারিত হচ্ছে, তখন পুরনো এবং মূল লাইনের পরিষেবা কমানোর সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক।