‘একটি খারাপ ডিম পুরো ঝুড়ি নষ্ট করে দিতে পারে”…”-ভারত-পাকিস্তান ম্যাচের আগে যা বললেন শহীদ আফ্রিদি

১৪ই সেপ্টেম্বর এশিয়া কাপে ভারত ও পাকিস্তান মুখোমুখি হতে চলেছে। পুলওয়ামা সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো গুঁড়িয়ে দেয় ভারত। এরপর থেকেই দু’দেশের মধ্যে উত্তেজনা চরমে। ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক চাপানউতোরের প্রভাব দুই দেশের ক্রিকেটেও পড়েছে। ঠিক এই পরিস্থিতিতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল প্রথমবারের মতো একে অপরের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। এর আগে, পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শহীদ আফ্রিদি ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান এবং যুবরাজ সিংকে আক্রমণ করে বিতর্কের জন্ম দিয়েছেন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে আফ্রিদি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস (ডব্লিউসিএল) ২০২৫-এর ম্যাচ বাতিলের জন্য শিখর ধাওয়ান ও যুবরাজ সিংকে দায়ী করেছেন। তিনি বলেন, ভারত এই টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে অস্বীকার করে। এই প্রসঙ্গে আফ্রিদি বলেন, “একটি খারাপ ডিম পুরো ঝুড়ি নষ্ট করে দিতে পারে।”

তিনি আরও দাবি করেন যে, “কিছু প্রাক্তন খেলোয়াড় এখনও নিজেদের ভারতীয় প্রমাণ করার চেষ্টা করছেন। ভারতে অনেক সমস্যা রয়েছে এবং ভক্তরা এই ক্রিকেটারদের বাড়িতে গিয়ে তাদের পুড়িয়ে ফেলার হুমকি দেয়।” এই বিস্ফোরক মন্তব্যের ফলে আবারও ভারত-পাকিস্তান ম্যাচের আগে উত্তেজনা বেড়েছে।