ট্রাম্প কি নোবেল শান্তি পুরস্কার পাবেন? ‘মিডিয়ার প্রচারে প্রভাবিত নয় কমিটি’, নাম না করে বড় বার্তা নোবেল কমিটির

নোবেল শান্তি পুরস্কার কি ডোনাল্ড ট্রাম্প পাবেন? বহু দিন ধরেই এই প্রশ্ন নিয়ে চলছে নানা জল্পনা। পাকিস্তানসহ বিশ্বের একাধিক দেশের তরফে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজেও বারবার বিভিন্ন সংঘাত রোখার ক্ষেত্রে নিজের ভূমিকার দাবি করে আসছেন। এই পরিস্থিতিতে, তার নোবেল প্রাপ্তি নিয়ে সরাসরি মুখ না খুললেও কৌশলী বার্তা দিয়েছে নোবেল শান্তি কমিটি।
নোবেল শান্তি কমিটির সেক্রেটারি ক্রিশ্চিয়ান বর্চগ্রেভিংক (Christian Borchgrevink) এক সাক্ষাৎকারে ট্রাম্পের নাম না করেই বলেন, “অবশ্যই, আমরা লক্ষ্য করেছি যে নির্দিষ্ট প্রার্থীদের প্রতি মিডিয়ার প্রচুর মনোযোগ রয়েছে। কিন্তু কমিটির চলমান আলোচনার ওপর এর আসলে কোনও প্রভাব নেই।” তিনি আরও বলেন, কমিটি প্রতিটি মনোনীত ব্যক্তিকে তার নিজস্ব যোগ্যতার ভিত্তিতে বিবেচনা করে। এর মাধ্যমে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, কোনও ধরনের প্রচার বা বিতর্ক কমিটিকে প্রভাবিত করতে পারে না।
ট্রাম্প বরাবরই দাবি করে আসছেন, তিনি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য। এই দাবির পক্ষে তিনি ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু থেকে শুরু করে আজারবাইজানের ইলহাম আলিয়েভ পর্যন্ত একাধিক বিদেশী নেতার সমর্থন ও মনোনয়নের কথা তুলে ধরেছেন। সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত কমানোর ক্ষেত্রেও নিজের ভূমিকার দাবি করেছেন ট্রাম্প। যদিও দিল্লির তরফে ট্রাম্পের এই দাবিকে সম্পূর্ণভাবে নস্যাৎ করে দেওয়া হয়েছে।
নোবেল কমিটির সেক্রেটারি বলেন, “মনোনীত হওয়াটা অবশ্যই বড় অর্জন নয়। বড় অর্জন হলো বিজয়ী হওয়া।” তিনি আরও জানান, প্রতি বছরই নোবেল পুরস্কারকে কেন্দ্র করে নানা ধরনের প্রচার চলে, তবে কমিটি এমনভাবে কাজ করে যাতে কোনও প্রচারের দ্বারা অযথা প্রভাবিত না হয়। আগামী ১০ অক্টোবর নোবেল পুরস্কারের ঘোষণা রয়েছে। ট্রাম্পের ভাগ্য কতটা সুপ্রসন্ন হবে, সেদিকেই এখন তাকিয়ে আছে গোটা বিশ্ব।