লজ্জা নিয়ে কেউ ছবি করতে সাহস করেনি! এবার কি ‘দ্য বাংলাদেশ ফাইলস’ বানাবে কেউ? হুঁশিয়ারি দিলেন তসলিমা নাসরিন

বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে। বাংলায় অলিখিতভাবে নিষিদ্ধ এই সিনেমাকে অনেকেই এক বিশেষ রাজনৈতিক দলের ‘প্রোপাগান্ডা সিনেমা’ বলে আখ্যা দিয়েছেন। এবার এই ছবি দেখে নিজের প্রতিক্রিয়া জানালেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। তার বিস্ফোরক মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে।

নিজের ফেসবুক পোস্টে তসলিমা প্রশ্ন তোলেন, “কেন উত্তর প্রদেশের লোকদের বাংলার কাহিনী নিয়ে হিন্দি ভাষায় সিনেমা বানাতে হয়? কেন বাঙালিরা বাংলার ইতিহাস নিয়ে সিনেমা বানাতে আগ্রহী নন?” তিনি বলেন, যদি নিজেরা ইতিহাস নিয়ে কাজ না করে, তবে outsiders (বহিরাগত) কেউ এসে ‘বেঠিক ইতিহাস’ তৈরি করবে এবং সেটাই সাধারণ মানুষের কাছে ‘ঠিক ইতিহাস’ হয়ে দাঁড়াবে।

তসলিমা তার পোস্টে ১৯৪৬ সালের ১৬ই আগস্টের ‘ডাইরেক্ট অ্যাকশান ডে’র কথা স্মরণ করিয়ে দেন, যে ঘটনা ‘দ্য গ্রেট ক্যালকাটা কিলিং’ নামে পরিচিত। তিনি প্রশ্ন তোলেন, কেন এত বড় একটি ভয়াবহ ঘটনা, বা নোয়াখালির দাঙ্গা নিয়ে আজও বাংলায় কোনো সিনেমা বা ডকুফিল্ম তৈরি হয়নি? তিনি বলেন, ‘দাঙ্গার ইতিহাসের নথিপত্রের কি অভাব ছিল বাংলায়?’

নিজের মন্তব্যে তসলিমা স্পষ্ট করে দেন, সিনেমা হিসেবে ‘দ্য বেঙ্গল ফাইলস’ তার মন জয় করতে পারেনি। তিনি লেখেন, “দ্য বেঙ্গল ফাইলস মনে হয় না কারও হৃদয় স্পর্শ করার জন্য বানানো হয়েছে। এটি সিনেমা হিসেবে ভাল নয়। চরিত্রগুলো বিশ্বাসযোগ্য নয়।” তিনি আরও বলেন, এই সিনেমাটি কোনো ট্র্যাজিক ঘটনা স্মরণ করার জন্য নাকি ‘কোনও বদ উদ্দেশ্য নিয়ে’ বানানো হয়েছে, তা দর্শকরাই বুঝে নেবেন। যদিও তিনি পরিচালকের মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করেন, কিন্তু একইসঙ্গে একটি সংবাদপত্রের রিভিউ উল্লেখ করে বলেন, এই সিনেমা মানুষের মনে ‘সাম্প্রদায়িক বিষ’ ঢোকাচ্ছে।

প্রসঙ্গক্রমে তসলিমা নিজের দেশের কথা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর যে অত্যাচার হয়, তা নিয়ে কোনো সংবেদনশীল বাঙালি পরিচালক সিনেমা তৈরি করতে সাহস করেননি। নিজের উপন্যাস ‘লজ্জা’র উদাহরণ টেনে তিনি বলেন, পশ্চিমবঙ্গের কোনো পরিচালক তার উপন্যাস নিয়ে সিনেমা বানাতে সাহস করেননি, কারণ তারা ভেবেছেন এতে তাদের ‘সেক্যুলার পরিচয়’ ধূলিসাৎ হয়ে যাবে। পরিশেষে তিনি লেখেন, যদি বাংলাদেশের হিন্দুদের ইতিহাস নিয়ে ভালো কোনো পরিচালক সিনেমা না বানান, তাহলে ‘কোনও উটকো লোক, দ্য বাংলাদেশ ফাইলস নামের কোনও প্রোপাগাণ্ডা ফিল্ম যে বানিয়ে ফেলবে না তা বলা যায় না।’