নেপালে কি ফিরবে শান্তি? সেনার শাসনে শীর্ষে এক ভারতীয়-পন্থী মহিলা! মোদীর প্রশংসাকারী কে এই সুশীলা কারকি?

অশান্ত নেপালে আবার কি ফিরবে শান্তি? জেন-জ়ি আন্দোলনের জেরে কেপি শর্মা ওলি সরকারের পতনের পর এখন সেনার শাসনে নেপাল। বাংলাদেশের পথে হেঁটেই আপাতত দুর্নীতিমুক্ত দেশ গড়তে চাইছে নেপাল। সেই লক্ষ্যেই এবার গঠিত হচ্ছে একটি অন্তর্বর্তী সরকার। অবশেষে সেই সরকারের প্রধান হিসেবে চূড়ান্ত হলো নেপালের সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুশীলা কারকি-র নাম। আজই তিনি শপথ নিতে পারেন বলে জানা গিয়েছে।
কেন এই পরিবর্তন?
সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা ও সরকারের অন্দরে ব্যাপক দুর্নীতির জেরেই নেপালে প্রবল আন্দোলন শুরু করে নতুন প্রজন্মের জেন-জ়ি আন্দোলনকারীরা। তীব্র চাপে পড়ে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন কেপি শর্মা ওলি। এরপরই নেপালকে দুর্নীতিমুক্ত করতে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেয় আন্দোলনকারীরা। তবে কে হবেন সেই সরকারের প্রধান, তা নিয়ে শুরু হয় ব্যাপক জল্পনা। প্রথমে কাঠমান্ডুর মেয়র ও র্যাপার বালেন্দ্র শাহের নাম শোনা গেলেও তিনি এই দায়িত্ব নিতে অস্বীকার করেন। এরপর নেপালের দীর্ঘদিনের বিদ্যুতের সমস্যা মেটানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কুলমান ঘিসিংয়ের নামও উঠে আসে। তবে শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে সুশীলা কারকির নামেই সিলমোহর পড়ে।
কে এই সুশীলা কারকি?
সুশীলা কারকি নেপালের ইতিহাসে প্রথম এবং একমাত্র মহিলা প্রধান বিচারপতি। তিনি বেনারস হিন্দু ইউনিভার্সিটি (BHU) থেকে পড়াশোনা করেছেন। ভারতের সঙ্গে তার সম্পর্ক বেশ ভালো। ভারত সম্পর্কে তিনি ইতিবাচক মন্তব্য করেছেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও প্রশংসা করেছেন।
গতকাল মধ্যরাত পর্যন্ত রাষ্ট্রপতির বাড়িতে এক বৈঠক হয়, যেখানে সেনা প্রধান ও সুশীলা কারকি উপস্থিত ছিলেন। সেখানেই অন্তর্বর্তী সরকারের প্রধান পদে দায়িত্ব গ্রহণে রাজি হন সুশীলা। সূত্রের খবর, আজ দুপুরেই তিনি শপথ নিতে পারেন।