পুজোর আগে বাড়ি ফিরতে চেয়েছিল! তারপর যা ঘটল… শিলনোড়া দিয়ে থেঁতলে খুন করল নেশামুক্তি কেন্দ্রের দুই আবাসিক

পুজোর আগে বাড়ি ফিরতে চেয়েছিল, কিন্তু তাতে রাজি হননি মালিক। আর সেই রাগেই নেশামুক্তি কেন্দ্রের কর্ণধারকে নৃশংসভাবে খুন করল তারই দুই আবাসিক। ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়ায়। শিলনোড়া দিয়ে থেঁতলে খুন করা হয়েছে মালিক মদন রানাকে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত দুই আবাসিক। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
কেন এই হত্যাকাণ্ড?
উত্তরপাড়ার এগারো নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকার ‘টাইম টু চেঞ্জ’ নামের ওই নেশামুক্তি কেন্দ্রের মালিক ছিলেন মদন রানা। স্থানীয় সূত্রে খবর, পুজোর আগে ওই কেন্দ্রের দুই আবাসিক বাড়ি যেতে চেয়েছিল। কিন্তু মদন তাতে রাজি হননি। এই নিয়েই তাদের মধ্যে বচসা শুরু হয়।
শুক্রবার ভোরে ওই দুই আবাসিক রান্নাঘরের চাবি নিয়ে এসে শিলনোড়া হাতে নেয়। অন্য আবাসিকদের একটি ঘরে তালা দিয়ে মদন রানার ওপর হামলা চালায় তারা। এক আবাসিক বলেন, “সকালে প্রার্থনার পর আমরা একটি ঘরে ছিলাম। বাইরে থেকে আমাদের ঘরে তালা দিয়ে দেওয়া হয়। এরপর আওয়াজ শুনে আমরা দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি, মদনদার মাথা থেঁতলে দেওয়া হয়েছে।”
ঘটনার পর রক্তাক্ত অবস্থায় মদনকে উদ্ধার করে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্তরা একজন অন্য আবাসিককেও মারধর করে পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের বাড়ি দমদম বেলঘরিয়া এলাকায়।
মদন রানার বিরুদ্ধে এর আগে প্রতারণার অভিযোগ ছিল এবং তিনি নিজেও একসময় নেশা করতেন বলে জানা যায়। প্রায় পাঁচ বছর আগে তিনি এই নেশামুক্তি কেন্দ্রটি খোলেন। মদন রানার স্ত্রী স্থানীয় তৃণমূল কাউন্সিলর হলেও, তাদের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।