অস্ত্রের ভয় দেখিয়ে দাপাদাপি শেষ! শিক্ষককে আক্রমণ করতেই ‘শুটিয়ে লাল’ করে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী

হাতে আগ্নেয়াস্ত্র আর ধারালো অস্ত্র নিয়ে দাপাদাপি করে বেড়াতো। তার ভয়ে এলাকার মানুষজন রীতিমতো তটস্থ হয়ে থাকত। কিন্তু এবার সেই দাপটের দিন শেষ। এক শিক্ষকের উপর হামলা চালাতেই রুখে দাঁড়াল সাধারণ মানুষ। বড্ড বাড়াবাড়ির ফল কী হয়, হাতে-কলমে বুঝিয়ে দুষ্কৃতীকে বেধড়ক পিটিয়ে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী। এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার অন্তর্গত নিমদাঁড়িয়া কোদালিয়া এলাকার টাকে রোডে।

ঘটনার সূত্রপাত টাকে রোডে। জানা যায়, কেনা নামের এক কুখ্যাত দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল। ঠিক সেই সময় এক শিক্ষক মোটর বাইকে করে যাচ্ছিলেন। শিক্ষককে দেখতে পেয়ে আচমকাই তার বাইকের সামনে গিয়ে ধাক্কা মারে অভিযুক্ত কেনা। এরপর শিক্ষককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে যাবে, ঠিক সেই মুহূর্তে শিক্ষক চিৎকার শুরু করলে এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন।

গ্রামবাসীরা মুহূর্তের মধ্যে অভিযুক্ত কেনাকে হাতেনাতে পাকড়াও করেন। তাকে ধরে তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এরপর শুরু হয় ‘শিক্ষা দেওয়ার পালা’। ক্ষুব্ধ এলাকাবাসী ওই দুষ্কৃতীকে গণধোলাই দিয়ে কার্যত ‘শুটিয়ে লাল করে’ দেয়। এরপরই খবর দেওয়া হয় বসিরহাট থানায়। পুলিশ এসে ওই দুষ্কৃতীকে আহত অবস্থায় গ্রেপ্তার করে নিয়ে যায়।

এলাকাবাসীর অভিযোগ, এই কেনা দীর্ঘদিন ধরেই এলাকায় চুরি, ছিনতাই এবং নানাবিধ দুষ্কর্ম চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগও ছিল এবং পুলিশ তাকে খুঁজছিল। শেষমেশ গ্রামবাসীদের সাহসিকতায় ধরা পড়ল ওই দুষ্কৃতী। এলাকাবাসী কেনা’র বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।